× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেহেদির রঙ ওঠার আগেই জীবনের রঙ বদলে গেল সোনিয়ার

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৩ ২০:০১ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৩ ২০:৪০ পিএম

মো. শামীম ও সোনিয়া খাতুন। প্রবা ফটো

মো. শামীম ও সোনিয়া খাতুন। প্রবা ফটো

সোনিয়া খাতুনের হাতে এখনও মেহেদির রঙ জ্বলজ্বল করছে। কিন্তু দুর্ঘটনায় যে তার জীবনের রঙটাই বদলে গেছে, সেটিও জানেন না তিনি। ঘুরতে গিয়ে দুর্ঘটনায় হারিয়েছেন স্বামীকে। নিজেও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। জানতেও পারেননি, তার স্বামী তাকে ছেড়ে চিরদিনের জন্য পরপারে চলে গেছেন।

চার দিন আগে সোমবার (২৭ ফেব্রয়ারি) সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ফুরশেদপুর গ্রামের মৃত শফির ছেলে মো. শামীমের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় সোনিয়া খাতুনের। শামীম বৃহস্পতিবার সন্ধ্যার পর শ্বশুর বাড়ি থেকে স্ত্রী ও শ্যালকের বউ শেফালীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন। 

দর্শনা-হিজলগাড়ী সড়কের কৃষিখামারের কাছে পৌঁছালে মোটরসাইকেলের সামনে একটি কুকুর চলে আসে। এ সময় শামীম জোরে ব্রেক করলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন শামীম। আহত হন সোনিয়া ও শেফালী। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সদরের দর্শনা-হিজলগাড়ী সড়কের কৃষিখামারের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফাতেহ্ আকরাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ’পরীক্ষা-নিরীক্ষার পর শামীমকে মৃত ঘোষণা করা হয়েছে। সোনিয়ার অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে আহত শেফালী খাতুন শঙ্কামুক্ত।’ 

স্থানীয় ইউপি মেম্বার কায়েস উদ্দিন বলেন, ’বাবা না থাকায় সোনিয়া হিজলগাড়ীর বলদিয়া গ্রামের বিশ্বাস পাড়ায় নানা বাড়িতে বড় হয়েছে। দরিদ্র পরিবারের মেয়ে বলে মামাদের সহযোগিতায় বিয়ে হয় সোনিয়ার। শামীমও ছেলে হিসেবে ভালো ছিল। কিন্তু সড়ক দুর্ঘটনা কেড়ে নিল সবকিছু।’

হিজলগাড়ীর সাংবাদিক আরিফ হোসেন বলেন, ‘রাস্তার পাশে পোল্ট্রির বর্জ্য ফেলায় খাবারের লোভে কুকুর শেয়াল সব রাস্তায় ভিড় জমায়। যার ফলে এখানে মোটরসাইকেলসহ সব ধরনের পথচারীরা প্রায়ই সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিষয়টি দেখার কেউ নেই।’

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর বলেন, ‘এক দম্পতি ঘোরাঘুরির সময় কুকুর বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই স্বামীর মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি মর্মান্তিক। আর রাস্তার পাশ থেকে পোল্ট্রির বর্জ্য দ্রুত সরিয়ে নিতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা