× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আমার মতো কেউ যেন বিধবা না হয়’

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৩ ২০:০৯ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৩ ২০:৫৪ পিএম

সোনারগাঁয়ে দুই ভাই হত্যার ঘটনায় শুক্রবার দুপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেন স্বজন ও এলাকাসী। প্রবা ফটো

সোনারগাঁয়ে দুই ভাই হত্যার ঘটনায় শুক্রবার দুপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেন স্বজন ও এলাকাসী। প্রবা ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনার ৬ দিনেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী। এ সময় প্রায় পৌনে ২ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা। বিক্ষোভ শেষে আয়োজিত মানববন্ধনে আসামিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এতে উপস্থিত থেকে হত্যার শিকার আসলাম সানির স্ত্রী সোনিয়া আক্তার আকুতি জানান, তার মতো কোনো নারী যেন এভাবে স্বামীহারা না হয়।

শুক্রবার (৩ মার্চ) বেলা পৌনে ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ বিক্ষোভ ও মানববন্ধন পালিত হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে কাঁচপুরের নয়াবাড়িসংলগ্ন এলাকার মহাসড়ক (ঢাকা-চট্টগ্রাম) অবরোধ করেন বিক্ষুব্ধরা। হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। এ সময় মহাসড়কের এক পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। সোনারগাঁ থানা পুলিশের চেষ্টায় পৌনে ২ ঘণ্টা পর তারা অবরোধ তুলে নেন। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন হত্যার শিকার আসলাম সানির স্ত্রী সোনিয়া আক্তার। তিনি বলেন, ‘আমার মতো কেউ যেন বিধবা না হয়। আমি খুনিদের ফাঁসি চাই। সবাইকে আমার পাশে এসে দাঁড়ানোর অনুরোধ করছি।’

স্থানীয় বাসিন্দা আলী নূর বলেন, ‘খুনিদের বিচার চাই। ৬ দিন পার হয়ে গেছে। অথচ পুলিশ এখনও সব আসামি গ্রেপ্তার করতে পারেনি। দ্রুত তাদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাচ্ছি।’

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবুল কাশেম আজাদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করার ফলে যানজটের সৃষ্টি হয়েছে। কাঁচপুর থেকে মদনপুর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে তারা সরে গেলে যানজট কমতে শুরু করে।’

রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সোনারগাঁ উপজেলার কাঁচপুর পাঁচপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়। তারা হলেন, একই এলাকার মৃত সানাউল্লাহ মিয়ার বড় ছেলে আসলাম সানি ও ছোট ছেলে শফিকুল ইসলাম রনি। তাদের আরেক ভাই আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় সোমবার বিকালে নিহতদের বড় বোন সামসুন নাহার পাঁচজনের নাম উল্লেখসহ ৪ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। আসামিরা হলেন, মহিউদ্দিন, মোস্তফা, মামুন হোসেন, মফিজুল ইসলাম ও মারুফ।

নিহতদের বড় বোন মামলায় উল্লেখ করেছেন, তার ভাইদের সঙ্গে আপন চাচা মহিউদ্দিন ও তার ছেলে মোস্তফা, মফিজুল, মারুফ ও মামুনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই জমিতে সরকারি ড্রেন নির্মাণের সময় আসলাম সানি, রফিকুল ইসলাম ও সফিকুল ইসলাম রনি পানি ফেলার জন্য পাইপলাইন বসাতে চাইলে তার চাচাত ভাইসহ কয়েকজন বাধা দেয়। এতে তাদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মোস্তফা, মফিজুল, মারুফ ও মামুনসহ কয়েকজন পরিকল্পিতভাবে আসলাম সানি ও সফিকুল ইসলাম রনিকে কুপিয়ে হত্যা করে।

জানতে চাইলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘এই হত্যাকাণ্ড নিয়ে আমরা দিনরাত কাজ করছি। ইতোমধ্যে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে আমরা কাজ করছি। যত দ্রুত সম্ভব তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা