সংগৃহীত ছবি
চট্টগ্রামের ফটিকছড়িতে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ তোলায় ইউপি সদস্যকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যার দিকে চিকনছড়া রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত পারভেজের চিৎকার শুনে পথচারীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে।
অভিযুক্ত চেয়ারম্যানের নাম শাহাদাত হোসেন সাজু। তিনি বাগানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
আর ভুক্তভোগী ইউপি সদস্যের নাম মো. পারভেজ। তিনি দাঁতমারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, ’হটলাইন নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে তার আগেই স্থানীয়রা পারভেজকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
স্থানীয় ছাত্রলীগ নেতা কামরুজ্জামান কমল বলেন, ’বাগানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজুর লোকজন পারভেজকে পিটিয়েছে।’
কমল জানান, ১৯ জানুয়ারি চিকনছড়া রাবার বাগান এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নাছির নামে এক যুবক নিহত হন। নাছিরের বাড়ি দাঁতমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গ্রামপাড়া এলাকায়। ট্রাকটি ছিল রামগড় উপজেলার একটি ইটভাঁটা মালিকের। এ ট্রাক দিয়ে পারভেজ মেম্বার ইট পরিবহন করতেন। দুর্ঘটনার পর পরই সাজু চেয়ারম্যানের লোকজন ট্রাকটি লুকিয়ে ফেলে। পরে দাঁতমারা ইউনিয়নের চেয়ারম্যান মো. জানে আলমের হস্তক্ষেপে সাজুর লোকজন ১০ হাজার টাকা চাঁদা নিয়ে ট্রাকটি ফেরত দেয়। চেয়ারম্যান জানে আলম এবং পারভেজ মেম্বার চেয়ারম্যান সাজুর বিরুদ্ধে এই চাঁদা নেওয়ার অভিযোগ করেন।
তিনি জানান, বৃহস্পতিবার সাজু বিষয়টি মিটমাট করার জন্য পারভেজকে ফোন করে বাগানবাজারে ডেকে নিয়ে যায়। বিকাল সাড়ে পাঁচটায় ইউনিয়ন পরিষদে বিষয়টি নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল। পারভেজ সেখানে গিয়ে সাজুকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। এর কিছুক্ষণ পর সাজুর লোকজন পারভেজকে পাশের রাবার বাগানে নিয়ে বেধড়ক পেটায়।
বিষয়টি নিয়ে দাঁতমারা ইউনিয়নের চেয়ারম্যান মো. জানে আলম বলেন, ’চাঁদাবাজির প্রতিবাদ করায় সাজু চেয়ারম্যান ডেকে নিয়ে পোষা চাঁদাবাজ বাহিনী দিয়ে পারভেজকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে জখম করেছে। এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি করছি।’
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন বাগানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাদাত হোসেন সাজু। তিনি বলেন, ’আমি বিষয়টি শুনেছি। তবে বিস্তারিত কিছু জানি না।’
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.