× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফকিরহাট ইউএনওর বিরুদ্ধে তদন্ত শেষ, প্রতিবেদন শিগগির

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৩ ২০:৫৬ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানের গায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন হাত তোলার ঘটনায় তদন্ত শেষ করেছে জেলা প্রশাসন। শুক্রবার (৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন ও উভয়পক্ষের স্বাক্ষর গ্রহণের মধ্য দিয়ে তদন্ত শেষ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। তার আগে তাদের তদন্তের জন্য ঘটনাস্থলে উপস্থিত থাকতে নোটিশ দেয় জেলা প্রশাসন।

শুক্রবার সকাল ১০টায় ফকিরহাট বিশ্বরোড সংলগ্ন এলএসডি গোডাউন (কাঁঠালতলা) সংলগ্ন ঘটনাস্থলে যান তদন্ত কর্মকর্তা আরিফুল ইসলাম। তিনি সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমানের সাক্ষ্য নেন। পাশাপাশি প্রত্যক্ষদর্শী মোল্লা হাবিবুর রহমান ও জাহিদুল ইসলামের সাক্ষ্য নেন। পরে শেখ মিজানুর রহমানের বাসভবনে যান তদন্ত কর্মকর্তা; সবশেষে ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে ইউএনও মো. মনোয়ার হোসেনের সাক্ষ্য নেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাসের সাক্ষ্য নেন তিনি।

তদন্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন, বাদী ও বিবাদী উভয়ের স্বাক্ষর গ্রহণ করেছি। আশা করি দুই-এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।’ গত বুধবার বেলা ১১টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের কাঁঠালতলা এলাকায় ইউএনওর গাড়ির সাথে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমানের মোটরসাইকেলের ধাক্কা লাগে। সে সময় ভাইস চেয়ারম্যানকে ইউএনও থাপ্পর মারেন এবং গালাগাল করে গাড়ির পেছনে উঠিয়ে বেশকিছুক্ষণ বিভিন্ন এলাকায় ঘুরিয়ে ছেড়ে দেন বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হলে উপজেলাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। ইউএনওর বিচার দাবি করেন অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা