গাজীপুরে ‘বিআরটিএ’ এর নতুন কার্যক্রমের উদ্বোধন। প্রবা ফটো
‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নের অংশ হিসেবে জেলা পর্যায়ে এক দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার নতুন কার্যক্রম শুরু করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গাজীপুর সার্কেল । রবিবার (৫ মার্চ) সকালে গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার যুব উন্নয়ন কেন্দ্রে বিআরটিএ অফিসে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক আবু নাঈম।
তিনি বলেন, ‘আগে পরীক্ষার্থীদের বিআরটিএ অফিসে একাধিকবার আসতে হতো। এখন একবারই আসবেন প্রার্থীরা। একদিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেবেন ও বায়োমেট্রিক দিয়ে চলে যাবেন। এতে গ্রাহকদের সেবার মান বাড়বে। বায়োমেট্রিক একবারের জন্যই নেওয়া হবে। যিনি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় ফেল করবেন, তাকে পুনরায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিয়ে পাস করতে হবে। তার আর বায়োমেট্রিক দিতে হবে না।’
লাইসেন্স প্রত্যাশী মইনুল ইসলাম বলেন, ‘বছরের পর বছর ঘুরেও মিলছে না ড্রাইভিং লাইসেন্স। তবুও প্রতিদিন বিএরটিএ অফিসে লাইসেন্স প্রত্যাশী শত শত মানুষ ভিড় করেন। আজ দুই মিনিটে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়েছি। কোনো ভোগান্তি হয়নি।’
ইয়াসিন আরাফাত বলেন, ‘দুর্ভোগ আর ভোগান্তির অপর নাম বিআরটিএ অফিস। টাকা বা দালাল ছাড়া মিলে না ড্রাইভিং লাইসেন্স। কিন্তু এই সিদ্ধান্ত সত্যি দারুণ ও যুগান্তকারী সিদ্ধান্ত। এতে করে ভোগান্তি কমবে আশা করি।’
বিআরটিএ সূত্রে জানা গেছে, পূর্বে পেশাদার লাইসেন্স পেতে পরীক্ষা নেওয়ার ১৫ দিন পর দেওয়া হতো পরীক্ষার ফলাফল। এরপর সাত থেকে দশদিন পর পুলিশ ভেরিফিকেশন হাতে পাবার সপ্তাহখানেক পর নেওয়া হতো আঙুলের ছাপ। এরপর বছরের পর বছর ঘুরেও মিলতো না ড্রাইভিং লাইসেন্স। লাইসেন্স প্রত্যাশীদের এ ভোগান্তির কথা মাথায় রেখে স্মার্ট বাংলাদেশের বাস্তবায়ন করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটির মাধ্যমে একদিনে আঙুলের ছাপ ও পরীক্ষা নেওয়াসহ সকল কার্যক্রম শেষ করে ১৫ দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্স হয়ে যাবে। এ লাইসেন্স আবেদনকারীর বাড়িতে পৌঁছে দেয়া হবে।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.