হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত তিন আসামি। প্রবা ফটো
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কৃষক হক আলি হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (৫ মার্চ) দুপুরে জেলা দায়রা জজ মো. নাজিমুদ্দৌলা এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডিতরা হলেন আসাদুল হক, খাকচার আলী মণ্ডল ও আনিচুর রহমান।
প্রতিদিনের বংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ইসমাইল হোসেন।
এজাহারের বরাতে তিনি বলেন, ২০১৪ সালের ৭ জুলাই হরিণাকুন্ডু উপজেলার মান্দিয়া গ্রামের কৃষক হক আলিকে একই গ্রামের আসাদুল হক মোবাইলে ডেকে নিয়ে যান। ৯ জুলাই সকালে গ্রামের একটি কলাবাগান থেকে তার মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা খাতুন দুই জনের নাম উল্লেখসহ কয়েকজনের বিরুদ্ধে হরিণাকুন্ডু থানায় মামলা করেন।
২০১৫ সালের ১ মার্চ পুলিশ চার জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ তদন্ত শেষে আদালত আজ এ রায় দেন।
মামলা চলাকালে আসামি তোয়াজ উদ্দিন মারা যাওয়ায় তাকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.