রবিবার পঞ্চগড় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগ আয়োজিত শান্তি সমাবেশে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। প্রবা ফটো
পঞ্চগড়ে তৌহিদী জনতার নাম ব্যবহার করে বিএনপি-জামায়াত জ্বালাও-পোড়াও এবং নাশকতার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তিনি বলেন, ‘তৌহিদী জনতার নাম ব্যবহার করে বিএনপি-জামায়াত জ্বালাও-পোড়াও এবং নাশকতার চেষ্টা করে যাচ্ছে। এটাই তাদের ধর্ম। ২০১৪ সাল থেকে তারা এ ধরনের কর্মকাণ্ড করে আসছে। কিন্তু তারা জানে না, শেখ হাসিনার সরকার এত দুর্বল নয়। এর প্রতিরোধ কীভাবে করতে হয় আমরা জানি।’
রবিবার (৫ মার্চ) বিকালে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে যারা এই শান্তিপ্রিয় জেলায় অশান্তি সৃষ্টি করল, এর দায় কে নেবে? আমরা এ কর্মকাণ্ডের সঙ্গে যুক্তদের চিনি। তাদের উদ্দেশে বলতে চাই, ৫০ বছর পরে হলেও যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছে। ভুলে গেলে চলবে না। এ হামলার দায় তাদের নিতে হবে। মানুষের জানমালের ক্ষতি ও সম্পদ লুটপাট করে পার পাওয়া যাবে না।’
তিনি আরও বলেন, ‘হামলাকারীরা যে এত বড় সহিংসতা চালাবে এটা আসলে কেউ ভাবেনি। তাদের লুটপাট পাকিস্তানিদেরও হার মানায়।’
শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু সারোয়ার বকুলসহ অন্য নেতারা বক্তব্য দেন।
এ সময় সমাবেশে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.