নিহতের স্বজনদের আহাজারি। প্রবা ফটো
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহজালাল বাদলের স্ত্রী সাদিয়া ইসলাম নিঝুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৫ মার্চ) দুপুর ১টার দিকে নগরীর চাষাঢ়া বালুর মাঠ এলাকার সাততলা একটি ভবন থেকে পড়ে তার মৃত্যু হয় বলে দাবি করেছেন নিঝুর স্বজনরা।
নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মেডিকেল অফিসার মো. জামান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
নিঝু বালুর মাঠ এলাকার ওই ভবনটিতে তার মা ঝর্ণা হায়দারের সঙ্গে থাকতেন। তিনি জাতীয় পার্টির নেতা আলী হায়দার শামীমের মেয়ে এবং তিনি বিউটি পার্লারের মালিক।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মার্মা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘প্রাথমিকভাবে নিহতের মৃত্যুর কারণ জানা যায়নি। তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী বাদলকে আনা হয়েছে।’
নিহতের মা ঝর্ণা হায়দার বলেন, ‘প্রতিদিন সকালে আমরা ছাদে হাঁটাহাঁটি করি। আজও ছাদে সময় কাটিয়েছি। পরে আমি নিচে নেমে গেলাম। নিঝু বলল ছাদে একটু হাঁটবে। এর কিছুক্ষণ পর হয়তো পড়ে যায়। গতকালও আমাকে বলেছিল, আম্মু আমি ছাদ থেকে পড়ে যাচ্ছিলাম। পারিবারিকভাবে কোনো ঝগড়া বা কলহ ছিল না। ওর হাই প্রেসার, হাই ডায়াবেটিকসহ নানা শারীরিক জটিলতা ছিল। কী হয়েছে, কীভাবে হয়েছে বলতে পারছি না।’
শাহজালাল বাদল বলেন, ‘আমি আমার কাউন্সিলর কার্যালয়ে কাজ করছিলাম। হঠাৎ শাশুড়ি ফোনে বলেন, নিঝু ছাদ থেকে পড়ে গেছে। আমাদের পারিবারিক কলহ ছিল না। চার-পাঁচদিন আগেও নিঝু আমার সঙ্গেই ছিল। আমার ছেলে ক্যামব্রিয়ান স্কুলে পড়ে, তাই সে মায়ের সঙ্গে ওখানেই বেশি থাকত।’
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে কারণ বলা যাবে।’
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.