নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। প্রবা ফটো
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য সাইফুল ইসলামসহ ৫ জনকে কুপিয়ে জখমের ঘটনায় মামলার আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রবিবার (৫ মার্চ) বিকাল ৫ টায় ইউনিয়নের পারাগাও ঈদগাহ মাঠসংলগ্ন এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, রুহুল আমীন, আবু সাঈদ, বকুল মিয়া আমান উল্লাহ, গিয়াস উদ্দিন, নাসির মাস্টার, এছহাক মিয়া, মাসুদ মিয়া, আল-আমীন প্রমুখ। বক্তারা বলেন, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম ভূঁইয়াসহ ৫ জনকে কুপিয়ে জখম করার আসামিরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না। আমরা অবিলম্বে এই অপরাধীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। নচেৎ মুইরাবসহ আশপাশের এলাকাবাসী কঠোর আন্দোলনের প্রস্তুতি নেব।
শুক্রবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামের অফিসে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় নারীসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। আহতরা হলেন, সাইফুল ইসলাম ভূঁইয়া ও তার বড় ভাই মুকবুল হোসেন, বোন পারভীন বেগম, পারভীন বেগমের ছেলে কালাম, প্রতিবেশী বাদল মিয়া। এ ঘটনায় সাইফুল ইসলাম ভূঁইয়ার ভাতিজা মুরাদ হোসেন ভূঁইয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন।
জানতে চাইলে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, ‘হামলার ঘটনায় সোহাগ নামের এজাহার নামীয় একজনকে গ্রেপ্তারসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.