বিআরটিএ কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ। প্রবা ফটো
প্রস্তাবিত মোটরসাইকেল চলাচল নীতিমালা-২০২২ বাতিলের দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছে যাত্রী অধিকার পরিষদ।
রবিবার (৫ মার্চ) সকালে বিআরটিএর চট্টগ্রামের বিভাগীয় কার্যালয়ে উপপরিচালক তৌহিদুল ইসলামের কাছে স্মারকলিপিটি দেওয়া হয়।
এর আগে বিআরটিএ কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে যাত্রী অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সামশুদ্দিন চৌধুরী বলেন, ‘সংসদ নির্বাচনকে সামনে রেখে যুবসমাজকে সরকারের মুখোমুখি দাঁড় করানোর জন্যই মোটরসাইকেলের কালো আইন তৈরি করা হয়েছে।’
নীতিমালার সমালোচনা করে তিনি বলেন, ‘মোটরসাইকেলের গতিবেগ প্রতি ঘণ্টায় ৩০ কিলোমিটার করা হয়েছে। রিকশাও এই গতিতে চলে। রিকশাচালকরা রাজস্ব দেয় না, বাইকাররা রাজস্ব দিয়ে রাস্তায় গড়ি চালানোর অনুমতি নেয়। নীতিমালায় বলা হয়েছে, ১২৬ সিসির নিচে কোনো মোটরসাইকেল রাস্তায় চলতে পারবে না। অথচ নিবন্ধিত মোটরসাইকেলের মধ্যে ৩০ লাখ গাড়ি আছে ১২৬ সিসির নিচে। এসব বাইকের কী হবে!’
তিনি আরও বলেন, ‘বিআরটিএ দুজন চলাচল করার শর্তে মোটরসাইকেলের নিবন্ধন দেয়। এখন নীতিমালায় বলা হয়েছে একজনের বেশি চলাচল করতে পারবে না। নীতি বাস্তবায়নের পর ৪০ লাখ মোটরসাইকেলচালককে একজনের রাজস্ব ফিরিয়ে দেওয়া হবে কি না? যদি না দেয় প্রত্যেকে যদি একটা করে মামলা করে তাহলে ৪০ লাখ মামলা চালানোর খরচ সরকার কীভাবে বহন করবে? সে বিষয়টাও দেখতে হবে।’
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.