× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা

‘আমার সব শ্যাষ কইরা দিছে’

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৩ ২২:১৩ পিএম

হামলা, লুটপাট ও আগুনে ক্ষতিগ্রস্থ ফুলতলা এলাকার বৃদ্ধা সুফিয়া খাতুন। প্রবা ফটো

হামলা, লুটপাট ও আগুনে ক্ষতিগ্রস্থ ফুলতলা এলাকার বৃদ্ধা সুফিয়া খাতুন। প্রবা ফটো

‘হেদুনকাই (সেদিন) আমার সব কিছু ছিল। হঠাৎ তারা আইয়া আমার সব কিছু শ্যাষ কইরা দিছে। পইলা (প্রথমে) লুটপাট করছে। পরে জালায়া দিছে বাড়িঘর। পরনের কাপড় ছাড়া আর কিছুই বাচাঁইতে পারি নাই। গরের (ঘরের) হাড়ি-পাতিল সব লইয়া গেছে। এহন যামু কই, কই থাকমু, কি খামু।’

এভাবেই আর্তনাদ করে শুক্রবারের (৩ মার্চ) হামলা, লুটপাট আর আগুনের রোমহর্ষক বর্ণনা দিচ্ছিলেন পঞ্চগড়ের বোদা উপজেলার ফুলতলা এলাকার বৃদ্ধা সুফিয়া খাতুন (৬২)। 

এই নারী আরো বলেন, ‘আমার ছুড  (ছোট) ছেলে সজিব বালির ব্যবসা করতো। তার ব্যবসার টেকা হেরা লইয়া গেছে। আমার বাড়ির চাইড্ডা (চারটা) ঘর ছিল। এহন রাইত, থাকার মত কিছুই নাই। মাইনষের বাইত্তে (বাড়িতে) ঘুমাই। অনেক হিন্দু, মুসলিম প্রতিবেশি আমরারে (আমাদের) কাওন (খাওয়া) দিছে। এভাবে বাইচ্চা রইছি। আমরা অহন কিভাবে চলমু।’

সুফিয়া বেগমের ছোট ছেলে সজিব বলেন, হামলাকারীদের কাউকে চিনি না। তারা এসে প্রথমে হামলা করলে আমরা বাড়ি ছেড়ে পালিয়ে যাই। পরে তারা আমাদের সব মালামাল লুটপাট করে আগুন দেয়। ব্যবসার কাজে রাখা টাকাও শেষ। কিছুই নেই আমাদের। আমরা নিঃস্ব হয়ে গেছি।

আহমদিয়া মুসলিম জামাতের বহি:সম্পর্ক, গণযোগাযোগ ও মিডিয়া বিভাগের সম্পাদক আহমদ তবশের চৌধুরী বলেন, হামলাকারীরা আমাদের ১৭৯টি বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। এতে প্রতিটি বাড়ির সব শেষ হয়ে গেছে। কেউ কিছুই বাচাঁতে পারেনি। আমরা মোট ক্ষতির পরিমাণ নিরুপণ করছি। আমরা এখানে শান্তিপূর্ণভাবে থাকতে চাই। ধর্মীয় ইবাদত বন্দেগী করতে চাই।

এদিকে সোমবার দুপুরে আহমদিয়া সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ খবর নিতে যান রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ সময় তিনি প্রতিটি পরিবারকে নগদ ১ হাজার করে টাকা, ৩০ কেজি করে চাল, একটি করে শাড়ি, লুঙ্গি ও কম্বল দেন।

মন্ত্রী বলেন, ‘তৌহিদী জনতার নামে বিএনপি জামায়াতের লোকজন এখানে হামলা, লুটপাট ও আগুন দিয়েছে। এদের কাজ এটাই। এরা আন্দোলনের নামে মানুষের ক্ষতি করে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি এখানে এসেছি। আমরা সব সময় ক্ষতিগ্রস্তদের পাশে আছি। তাদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের। এখানে প্রশাসনের কোন গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা