× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করতেই পঞ্চগড়ে হামলা : মেজর (অব.) হাফিজ

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ১৮:৩৯ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৩ ১৮:৫৩ পিএম

পঞ্চগড়ে হামলায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলছেন বিএনপির প্রতিনিধি দল। প্রবা ফটো

পঞ্চগড়ে হামলায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলছেন বিএনপির প্রতিনিধি দল। প্রবা ফটো

নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করতেই পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)।

তিনি বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। আলামত দেখে মনে হচ্ছে, দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। কোনো মানুষের অধিকার নেই। মানবতা প্রতিদিনই লুণ্ঠিত হচ্ছে। বিশ্বব্যাপী বাংলাদেশ মানবতাবিরোধী ও মানবাধিকারবিরোধী একটি রাষ্ট্রযন্ত্ররূপে স্বীকৃতি পেয়েছে।’

বুধবার (৮ মার্চ) বিকালে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন বলেন, ‘দেশে সাইক্লোন হলেও সরকার এখন বিএনপিকে দোষারোপ করছে। প্রশাসনের কোনো জবাবদিহি নেই। সরকারি দলের ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অতীতে বিএনপি ক্ষমতায় ছিল তখন কিন্তু এ ধরনের হামলা হয়নি। কারণ তখন দেশে আইনের শাসন ছিল। পঞ্চগড়ের ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং পরিকল্পিত।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় মন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এলে ক্ষতিগ্রস্তরা বলেন, হামলাকারীরা তার সফর সঙ্গী হয়ে এসেছেন। আমরা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন রহমান, মোতাহার, রনিসহ অনেকে জড়িত। এতেই বোঝা যায়, এ ঘটনায় কারা জড়িত। তবে দুঃখের বিষয় হলো, এ ঘটনায় এখনও তদন্ত কমিটি গঠন করা হয়নি। কারা জড়িত এ বিষয়ে কোনো কথা বলা হচ্ছে না। নিরীহ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের ধরছে পুলিশ। সরকারের কাছে অনুরোধ করব, এ ঘটনায় দ্রুত তদন্ত কমিটি করে জড়িতদের আইনের আওতায় আনা হোক।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন, সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লা, রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র তৌহিদুল ইসলামসহ জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বিএনপির প্রতিনিধি দল সংঘর্ষের ঘটনায় নিহত আরিফুর রহমানের বাসায় যান। সেখানে তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় বিএনপির পক্ষ থেকে নিহতের পরিবারের সদস্যদের শোক ও সমবেদনা জানানো হয়।

এর আগে বুধবার দুপুরে বিএনপির প্রতিনিধি দল পঞ্চগড়ের পৌরসভার আহমদনগর ও বোদা উপজেলার ফুলতলাসহ আহমদিয়া সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন। এ সময় আহমদিয়া সম্প্রদায়ের একাধিক ব্যক্তি বিএনপি নেতাদের অভিযোগ করে বলেন, রহমান, তার ছেলে মোতাহার, তাদের বংশের রাজ্জাক ও রনি দাঁড়িয়ে থেকে লুটপাট করে আগুন লাগিয়ে দিয়েছে। রেলপথমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এলে তার সঙ্গেই ছিলেন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা