গত ৩ ফেব্রুয়ারি পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ১৫০ বাড়িতে ভাঙচুর, আগুন ও লুটপাটের পর। প্রবা ফটো
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত ১৩টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ১৬৫ জনে। পঞ্চগড়ের বোদা ও সদর থানায় করা এসব মামলায় নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে ১১ হাজারেরও বেশি।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) এস এম সিরাজুল হুদা প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, 'পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে প্রকৃত জড়িত ব্যক্তি ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না। আমরা এ ঘটনায় আরও মামলা করব। ভিডিও ফুটেজ দেখে এ ঘটনায় জড়িতদের ধরা হচ্ছে। অযথা কাউকে হয়রানি বা আসামি করা হবে না। সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।’
এদিকে সংঘর্ষের ঘটনায় উস্কানিদাতা হিসেবে জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নাসির উদ্দীনকে গ্রেপ্তার করেছে তেতুঁলিয়া পুলিশ। পুলিশের দাবী, তিনি এ ঘটনার মাস্টারমাইন্ড। গত শনিবার রাতে দুজনকে হত্যা করা হয়েছে এমন গুজব ছড়ানোর অভিযোগে আটক হওয়া যুবদল নেতা ফজলে রাব্বি দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।'
গত ৩ ফেব্রুয়ারি পঞ্চগড়ের আহম্মদনগরে আহমেদিয়া সম্প্রদায়ের ৩ দিনের সালানা জলসার পূর্ব ঘোষিত কর্মসূচি বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন ও সমমনা ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা জুমার নামাজের পর শহরে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ২ জন নিহত এবং ৭ পুলিশ সদস্যসহ প্রায় ৫০ জন আহত হন। সংঘর্ষের এক পর্যায়ে আহমদিয়া সম্প্রদায়ের ১৫০ বাড়িতে ভাঙচুর, আগুন ও লুটপাট চালানো হয়।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.