রাজশাহীতে টিসিবি পণ্য সংগ্রহ করছেন কার্ডধারী সদস্যরা। প্রবা ফটো
চিনির সংকট না কাটলেও রাজশাহীতে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল থেকে রাজশাহী জেলার কার্ডধারীদের মাঝে নির্ধারিত মূল্যে টিসিবির এ পণ্য বিক্রি শুরু হয়।
চিনির সংকটের কারণে সবগুলো জেলায় বা উপজেলাগুলোতে একত্রে টিসিবির পণ্য বিক্রি শুরু করা সম্ভব হয়নি বলে জানিয়েছে টিসিবি কর্তৃপক্ষ। এর আগে ফেব্রুয়ারি মাসে রাজশাহী অঞ্চলে টিসিবি পণ্য বিক্রি করা সম্ভব হয়নি চিনি ঘাটতির কারণে।
রাজশাহী টিসিবির সহকারী পরিচালক (অফিস প্রধান) শহিদুল ইসলাম বলেন, ‘রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা ও রাজশাহী জেলায় কার্ড বিতরণ করা হয়েছে পাঁচ লাখ ৬৬ হাজার ৩০০টি। এর মধ্যে রাজশাহী জেলায় এক লাখ ৯৯ হাজার ১৪০ জন কার্ডধারী রয়েছেন। প্রথম দিন রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার ৫৫ হাজার ফ্যামিলি কার্ডধারীর মধ্যে নির্ধারিত টিসিবির পণ্য বিক্রি করা শুরু হয়েছে। প্রথম দিন চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও টিসিবির পণ্য বিক্রি সম্ভব হয়নি। তবে পর্যায়ক্রমে সবগুলো উপজেলা ও জেলাতে টিসিবির পণ্য কার্ডধারীদের মাঝে পৌঁছে দেওয়া হবে।’
তিনি বলেন, ‘চিনির ঘাটতি রয়েছে। কোনো একটি পণ্য বাদ রেখে বাকি পণ্যগুলো ভোক্তাদের মাঝে বিক্রির সুযোগ নেই। এ কারণে চিনির জোগান হলে পর্যায়ক্রমে প্রতিটি পয়েন্টেই টিসিবি পণ্য বিক্রি করা হবে।’
তিনি আরও বলেন, ‘রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা ও রাজশাহী এই চারটি জেলায় পরিবেশক ২৬০ জন। রাজশাহী জেলায় পরিবেশকের সংখ্যা ১১৭ জন। এদের মধ্যে রাজশাহী সিটি করপোরেশনের এলাকার ৮১ জন।’
রাজশাহী সিটি কর্পোরেশনের পাঁচ নম্বর ওয়ার্ডের সচিব মো. সেলিম বলেন, ‘পাঁচ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডধারীর সংখ্যা এক হাজার ৭৩৩ জন। টিসিবি অফিস পণ্য সরবরাহ না করায় কার্ডধারীদের মাঝে গত ফেব্রুয়ারি মাসে টিসিবি পণ্য দেওয়া সম্ভব হয়নি।’
টিসিবির ডিলার সাজেদা বলেন, ‘মার্চ মাসে আমাকে ২১ টন টিসিবির নির্ধারিত পণ্য দেওয়া হয়েছে। যা স্থানীয় কাউন্সিলরদের প্রতিনিধির উপস্থিতিতে কার্ডধারীদের মাঝে নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে।’
৪৭০ টাকার টিসিবির প্যাকেজে মিলছে এক কেজি চিনি, এক কেজি ছোলা, দুই কেজি মসুরির ডাল ও দুই লিটার সয়াবিন তেল। এর মধ্যে চিনি ৬০ টাকা কেজি, ছোলা ৫০ টাকা কেজি, মসুরের ডাল ৭০ টাকা ও সয়াবিন তেল ১১০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.