× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীকে কেন নোবেল দেওয়া হয়নি আমার তা বোধগম্য নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

শরীয়তপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ১৭:৫৫ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৩ ২০:১৩ পিএম

ভেদরগঞ্জে নবনির্মিত থানাভবন উদ্বোধনের পর বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। প্রবা ফটো

ভেদরগঞ্জে নবনির্মিত থানাভবন উদ্বোধনের পর বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। প্রবা ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার জন্য যেভাবে কাজ করে চলেছেন তাতে তিনি শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য। কিন্তু কেন তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় না সেটি বোধগম্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।  

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে শরীয়তপুরে নবনির্মিত ভেদরগঞ্জ থানা ভবন উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। 

বক্তব্যে ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ভবনে বিস্ফোরণের বিষয়েও কথা বলেন। আসাদুজ্জামান খাঁন বলেন, ‘দেশে সম্প্রতি ঘটে যাওয়া বিস্ফোরণ কোনো নাশকতা কি না সেটির তদন্ত চলছে। প্রাথমিকভাবে গ্যাস বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের বিশেষ দল তদন্তের কাজ করছে। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে।’

বক্তব্যে খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হয়ে আসছে। পুনরায় বাড়ি থেকে চিকিৎসাসেবা নেওয়ার জন্য আবেদন করেছেন তার আত্মীয়রা। যথাযথ আইন মেনে বিষয়টির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

এ সময় আসাদুজ্জামান খাঁন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার জন্য যেভাবে কাজ করে চলেছেন তাতে শান্তির জন্য তাকে নোবেল দেওয়া উচিত ছিল। কিন্তু কেন তাকে দেওয়া হয়নি তা আমার বোধগম্য নয়।’

শরীয়তপুরে তিনটি নবনির্মিত থানা ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিকালে গোসাইরহাটে সমাবেশে বক্তব্য দেন তিনি।

ভেদরগঞ্জ ও ডামুড্যা থানার উদ্বোধন শেষে বক্তব্য দেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার সাইফুল হক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা