বরগুনায় নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের আবর্জনার স্তূপে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রবা ফটো
বরগুনার তালতলীতে নির্মাণাধীন
তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে তাপবিদ্যুৎ কেন্দ্রর
মূল অবকাঠামোর ক্ষয়ক্ষতি ও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা ২টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের খোট্টারচর এলাকায় নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রে
এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,
দুপুরের দিকে হঠাৎ তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। এরপর বিদ্যুৎকেন্দ্রের
ভেতরে কর্মরত শ্রমিকদের শোরগোল শোনা যায়। এর কিছুক্ষণ পর বিদ্যুৎকেন্দ্রের ভেতরে ফায়ার
সার্ভিসের একটি গাড়ি প্রবেশ করে।
এ বিষয়ে তালতলী ফায়ার
সার্ভিসের কর্মকর্তা বদিউজ্জামান বলেন, ‘তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে ময়লা-আবর্জনার স্তূপে
কে বা কারা যেন অগ্নিসংযোগ করে। পরে এ আগুনের তীব্রতা বেড়ে যায়। এরপর বিদ্যুৎকেন্দ্রে
কর্মরত শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে তালতলী ফায়ার সার্ভিস স্টেশনকে খবর
দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো
ক্ষয়ক্ষতি হয়নি।’
এ বিষয়ে বিদ্যুৎকেন্দ্রে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে আগুন লাগার ঘটনায় সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে তাদের ঢুকতে দেওয়া হয়নি।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.