× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে ১৫০ শয্যার বার্ন ইউনিট নির্মাণে সমঝোতা সই

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১১ মার্চ ২০২৩ ২০:৫২ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৩ ২০:৫৮ পিএম

চট্টগ্রামে ১৫০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণে চীনা প্রতিনিধি দলের সঙ্গে সমঝোতা স্বাক্ষর হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষের। সংগৃহীত ফটো

চট্টগ্রামে ১৫০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণে চীনা প্রতিনিধি দলের সঙ্গে সমঝোতা স্বাক্ষর হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষের। সংগৃহীত ফটো

চট্টগ্রামে ১৫০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণে চীনা প্রতিনিধি দলের সঙ্গে সমঝোতা স্বাক্ষর হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষের।

শনিবার (১১ মার্চ) সকালে চমেক হাসপাতাল পরিচালকের সভাকক্ষে এ সমঝোতা স্বাক্ষর হয়। এ সময় চীনা প্রতিনিধি দলের সদস্য ও চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তারসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চমেক হাসপাতালের পক্ষে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান ও চীনা প্রতিনিধি দলের পক্ষে চীনা দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি (অর্থনৈতিক ও বাণিজ্যিক) শি চ্যাং সমঝোতা স্বাক্ষর করেন।

শামীম আহসান জানান, পূর্ণাঙ্গ বার্ন ইউনিট নির্মাণের ব্যাপারে চীনা প্রতিনিধি দল সন্তুষ্ট। প্রকল্পের মেমোরেনডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) স্বাক্ষর হবে স্বাস্থ্য মন্ত্রণালয় ও চীনা দূতাবাসের মধ্যে। এরপর বিভিন্ন প্রক্রিয়া শেষে ভৌত অবকাঠামোর কাজ শুরু হবে। চীনা প্রতিষ্ঠান শুধু হাসপাতালে অবকাঠামোই দেবে না, হাসপাতালের সব ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতিও তারা দেবে।

শামীম আহসান আরও বলেন, ‘চায়না প্রতিনিধি দলের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। বৈঠকে দুই পক্ষ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণে ঐকমত্যে পৌঁছেছি। প্রকল্প বাস্তবায়নে আগামী ১৩ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে।’

প্রাথমিক তথ্য অনুযায়ী, অত্যাধুনিক এ বার্ন ইউনিট হবে ১৫০ শয্যাবিশিষ্ট। এরমধ্যে ১০টি আইসিইউ শয্যা, নারীদের জন্য ১০টি, পুরুষদের জন্য ১০টি এবং শিশুদের জন্য ৫টিসহ মোট ২৫টি এইচডিইউ শয্যা এবং তিনটি অত্যাধুনিক অপারেশন থিয়েটার থাকবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা