× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আহমদিয়াদের ওপর হামলা লন্ডন থেকে মনিটর হয়েছে’

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ১৮:৫৪ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৩ ১৯:০১ পিএম

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রবা ফটো

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রবা ফটো

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের বাড়িঘর-দোকানপাটে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঢাকা ও লন্ডন থেকে মনিটর করে ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রবিবার (১২ মার্চ) পঞ্চগড়ের বোদা উপজেলার ফুলতলা শালশিরি এলাকায় সম্প্রদায়টির ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ‘রাসুল (সা.) কখনও অন্যের ঘরবাড়ি পোড়ানোর কথা বলেনি। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা ইসলামের শত্রু, রাজাকারের উত্তরসূরি। এ ঘটনার আগে শিবির পরিচালিত বাঁশের কেল্লা এবং আরেকটি ফেসবুক পেজ থেকে সংঘর্ষের উস্কানি দেওয়া হয়। সঙ্গে বিএনপির সাবেক সংসদ সদস্য হারুন অর রশিদ এবং রুমিন ফারহানার আইডি থেকেও উস্কানি ছড়ানো হয়। এ ছাড়া স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ভেতরে ভেতরে উস্কানি দিয়েছে। পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোটরসাইকেল নিয়ে গুজব ছড়িয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় জড়িত অনেককে পুলিশ গ্রেপ্তার করেছে। মাটির নিচ থেকে হলেও পুলিশ তাদের ধরবে। হামলায় যারা ক্ষতির শিকার হয়েছেন তাদের ক্ষতি কখনও পূরণ হবার নয়। সরকারের পক্ষ থেকে আমরা এখানে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে।’

মতবিনিময়কালে রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, আহমদিয়া সম্প্রদায়ের নেতা আহমেদ তবশের চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

এ সময় কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌর মেয়র ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা