× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চগড়ের ঘটনায় আরও ৪ মামলা, গ্রেপ্তার ৬

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ১৯:০৭ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৩ ১৯:১১ পিএম

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসাকে কেন্দ্র করে সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৪টি মামলা হয়েছে। প্রবা ফটো

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসাকে কেন্দ্র করে সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৪টি মামলা হয়েছে। প্রবা ফটো

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসাকে কেন্দ্র করে সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৪টি মামলা হয়েছে। এ নিয়ে মোট মামলার সংখ্যা হলো ২০টি। পঞ্চগড় সদর ও বোদা থানায় দুটি করে মামলা দায়ের হয়েছে।

মামলা দায়েরের পর শেষ ২৪ ঘণ্টায় আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১৮৭ জনে। রবিবার (১২ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা।

২০টি মামলার মধ্যে পঞ্চগড় সদর থানায় ১৫টি ও বোদা থানায় ৫টি দায়ের করা হয়। পুলিশের ট্রাফিক অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা, আইনশৃঙ্খলার অবনতি ও বিস্ফোরণ ঘটানোসহ বেশ কিছু অভিযোগে পুলিশ বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় ১৩টি ও বোদা থানায় ৪টি মামলা করে। এ ছাড়া র‍্যাবের গাড়ি পোড়ানোয় র‍্যাবের পক্ষ থেকে একটি এবং আহমদিয়াদের ওপর হামলা, বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগ ও সম্প্রদায়ের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগে পঞ্চগড় সদর থানায় একটি ও বোদা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাগুলোতে মোট আসামি করা হয়েছে নামীয়সহ অজ্ঞাতপরিচয় ১২ হাজার জনকে।

এদিকে শহরের বিভিন্ন পয়েন্টে এখনও পুলিশ, এপিবিএন সদস্যরা মোতায়েন রয়েছে। অন্যদিকে আহমদিয়া সম্প্রদায়ের দুটি মসজিদসহ আহমদনগর, নতুনবন্দর, ফুলতলা শালশিরিসহ আশপাশের এলাকাগুলোতে পুলিশ, এপিবিএন ও বিজিবির টহল ও অবস্থান জোরদার রয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা