× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আহমদিয়া সম্প্রদায়ের বাড়িঘরে হামলা

তথ্যমন্ত্রীর অভিযোগ বানোয়াট : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ১৩:২৮ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৩ ১৩:৩৮ পিএম

তথ্যমন্ত্রীর অভিযোগ বানোয়াট : মির্জা ফখরুল

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের বাড়িঘর-দোকানপাটে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির দুই নেতার (সাবেক এমপি রুমিন ফারহানা ও হারুনুর রশিদ) ফেসবুক আইডি থেকে ‘উস্কানি’ দেওয়ার যে অভিযোগ তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ তুলেছেন- ‘তা ভিত্তিহীন ও বানোয়াট’ বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমনকি ওই দুই নেতার ফেসবুক অ্যাকাউন্ট-ই নেই বলে জানান তিনি।

সোমবার (১৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ির তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এ কথা বলেন।

গতকাল রবিবার পঞ্চগড়ের বোদা উপজেলার ফুলতলা শালশিরি এলাকায় সম্প্রদায়টির ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘এ ঘটনার আগে শিবির পরিচালিত বাঁশের কেল্লা এবং আরেকটি ফেসবুক পেজ থেকে সংঘর্ষের উস্কানি দেওয়া হয়। সঙ্গে বিএনপির সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ এবং রুমিন ফারহানার আইডি থেকেও উস্কানি ছড়ানো হয়।’

তথ্যমন্ত্রীর এই অভিযোগ উড়িয়ে দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘তথ্যমন্ত্রী যে অভিযোগ নিয়ে আমাদের দুজন নেতার বিরুদ্ধে কথা বলেছেন, সেটি মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। রুমিন ও হারুনের কোনো ফেসবুক আইডি নেই। ফেইক আইডি খুলে এসব অপপ্রচার চালানো হয়েছে। আওয়ামী লীগের তো এটি নতুন কোনো কিছু নয়, ঘটনা ঘটাবে তারা আর দোষ দিবে আমাদের ওপর; এটাই তারা করে থাকে।’

পঞ্চগড়ের ঘটনায় ‘সরকার সরাসরি জড়িত’ অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার গোয়েন্দা বাহিনীকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে যত রকমের অপপ্রচার চালানো যায় সেটা করে যাচ্ছে। পঞ্চগড়ের এই ঘটনার সঙ্গে এই সরকার সরাসরি জড়িত। এর দায়ভার সরকারকেই নিতে হবে। কিন্তু উলটা সেখানে আমাদের যেসব নেতা আছেন, তাদের নামে মামলা দিয়ে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।’

সরকার পরিকল্পিতভাবে জনগণের দৃষ্টি প্রভাবিত করতে পঞ্চগড়ে এই ঘটনা ঘটিয়েছে দাবি করে ফখরুল আরও বলেন, ‘যখন দেশের সকল জনগণ তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলনে নেমেছে, ঠিক তখনই সরকারের লোকেরা জনগণের দৃষ্টি অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য এমন সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব কাজ করে যাচ্ছে।’

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা