× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে সেনাসদস্য নাজিমের দাফন

রংপুর অফিস

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩ ২০:৪৪ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৩ ২১:০৪ পিএম

মডার্ন কোর্টপাড়া গ্রামের গাছ বাগানে সেনা কর্মকর্তা নাজিম উদ্দিনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

মডার্ন কোর্টপাড়া গ্রামের গাছ বাগানে সেনা কর্মকর্তা নাজিম উদ্দিনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

বান্দরবানের রোয়াংছড়িতে কেএনএফের গুলিতে নিহত মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিনের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১টার দিকে ঢাকা থেকে রংপুর সেনানিবাসে তার মরদেহ আনা হয়। এর পর বেলা ১২টায় নগরীর মডার্ন কোর্টপাড়ায় নিজ বাড়িতে বাদ জোহর নাজিম উদ্দিনের জানাজার অনুষ্ঠিত হয়। এরপর বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। লাশ দাফন ও দোয়া শেষে রাষ্ট্রীয় মর্যাদা জানান সেনাসদস্যরা। এরপর সেনাবাহিনীর পক্ষ থেকে কবরে পুষ্পাঞ্জলি দেন ৩৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্মকর্তা লে. কর্নেল মাহবুব। এরপর মরণোত্তর সালাম ও ভলি ফায়ার করা হয়। সর্বশেষে বিউগলে জাতীয় সংগীত ও করুণ সুরের মাধ্যমে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ হয়।

নাজিম উদ্দিনের ছোট ভাই আজিম উদ্দিন বলেন, বাবা মারা যাওয়ার পর বড় ভাই আমাদের বাবার স্নেহ দিয়ে বড় করেছেন। বাবার কমতি বুঝতে দেননি। আমরা আজ সেই বড় ভাইকে হারিয়ে দিশেহারা।

নাজিম উদ্দিনের বড় ছেলে নাইমুর জামান বলেন, আমি বাবার আত্মত্যাগের জন্য গর্ববোধ করছি। আমার বাবার আয়ের ওপর আমাদের পুরো পরিবার চলতো। তাই সেনাপ্রধান আমার সঙ্গে কথা বলে আমার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

এর আগে গত রবিবার (১২ মার্চ) দুপুরে একটি ক্যাম্প থেকে ফেরার পথে ওৎপেতে থাকা পাহাড়ি সন্ত্রাসী বাহিনীর উপস্থিতি টের পান মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন। তিনি গাড়ি থেকে নেমে রাস্তা নিরাপদ করার চেষ্টা করেন। এ সময় সন্ত্রাসী বাহিনীর গুলিতে নিহত হন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা