× ই-পেপার প্রচ্ছদ জাতীয় রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত ফিচার শিল্প-সংস্কৃতি ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ কনভার্টার

জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

ভোলা প্রতিবেদক

১৭ মার্চ ২০২৩ ১০:১৮ এএম । আপডেট : ১৭ মার্চ ২০২৩ ১১:৪৯ এএম

ইউপি চেয়ারম্যানের ওপর হামলার পর হাসপাতালে নেওয়া হয়। প্রবা ফটো

ভোলার লালমোহনে জেলেদের সহায়তার কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের ওপর হামলা করেছেন স্থানীয় জেলেরা।

উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বৃহস্পতিবার (১৭ মার্চ) এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্যের ভগ্নিপতি হওয়ায় চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ সাধারণ মানুষের ওপর সব সময় অত্যাচার নির্যাতন চালিয়ে আসছেন। নিজের ইচ্ছামতো জেলে সহায়তার চাল বিতরণ করে থাকেন। এতে জেলেরা সরকারি সুযোগ সুবিধা থেকে সব সময় বঞ্চিত হন। এ নিয়ে ইউনিয়ন পরিষদ মেম্বারদের মাঝেও ক্ষোভ রয়েছে। অভিযুক্ত চেয়ারম্যান মুরাদ লালমোহ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক।

চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সকালে জেলেদের পুনর্বাসনের চালের স্লিপ বিতরণ করতে ইউনিয়ন পরিষদে যান তিনি। পরে সেখানে ইউপি সদস্য আলম, শামিম, লাইজু, পারভেজ ও শাকিলের ইন্ধনে তাদের লোকজন চালের স্লিপ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় বাধা দিলে অতর্কিত হামলা চালায় তারা।

অভিযুক্ত ইউপি সদস্যদের মধ্যে শাকিল নামে একজন বলেন, মোতালেব ব্যাপারি নামে এক জেলের থেকে চালের স্লিপের বিনিময়ে টাকা দাবি করেন চেয়ারম্যান। টাকা দিতে ওই ব্যক্তি অস্বীকার করলে তাকে মারধর করতে শুরু করেন চেয়ারম্যান মুরাদ। পরে ভুক্তভোগী মোতালেব তার স্বজনদের খবর দিলে তারা এসে চেয়ারম্যানের ওপর হামলা চালায়। এসময় তাদের সঙ্গে ইউনিয়নের বিভিন্ন সুযোগ-সুবিধাবঞ্চিত অন্য জেলেরাও হামলায় অংশ নেয়।

এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা