× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষে আহত ৫

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩ ১৩:১৮ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৩ ১৪:০০ পিএম

সিরাজগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া ও ব্যানারে এমপির নাম না থাকাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে পুলিশ। প্রবা ফটো

সিরাজগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া ও ব্যানারে এমপির নাম না থাকাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে পুলিশ। প্রবা ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগ কার্যালয়ে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতদের বেলকুচি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

স্থানীয় এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মমিন মন্ডল এবং সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাসের সমর্থকদের মধ্যে শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার প্রস্তুতিকালে দলীয় কার্যালয়ে টানানো ব্যানারে এমপির নাম না থাকাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে আইনশৃখলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষকেই দলীয় কার্যালয় থেকে সরিয়ে দেওয়া হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক। পরবর্তীতে যাতে বিশৃঙ্খলা তৈরি না হতে পারে তাই অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

ব্যানারে এমপির নাম না থাকায় ছিড়ে ফেলা হয়েছে। প্রবা ফটো 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাস বলেন, ‘আমরা নেতাকর্মীদের নিয়ে সকাল পৌনে ৭টার দিকে দলীয় কার্যালয়ে যাই। সকাল ৭টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মমিন মন্ডল আসার পর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করি। এবপর আমরা দলীয় কার্যালয়ে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের আগেই এমপির সমর্থকরা আমাদের ওপর চড়াও হয়। আমি বলি এটা দলের ব্যানার, এখানে শুধু বঙ্গবন্ধু ও জননেত্রীর ছবি আর নাম থাকবে। নিচে আয়োজনে উপজেলা আওয়ামী লীগ লেখা রয়েছে। কিন্তু তারা সেটা মানতে নারাজ। উত্তেজিত হয়ে ব্যানার ছিড়ে ফেলে এবং আমার সমর্থকদের ওপর হামলা করে। এতে সেচ্ছাসেবক দলের সভাপতি কামাল হোসেন, অলিভ মন্ডল, রুবেল হোসেন গুরুতর আহত হন। এই ছোট্ট বিষয়কে কেন্দ্র করে এমপির এমন আচরণ আমি আশা করিনি। আমি বিষয়টি দলের ঊধ্র্বতন নেতাদের জানাবো।’

এ বিষয়ে এমপির ব্যাক্তিগত সহকারী সেলিম সরকার বলেন, ‘সকালে এমপি মহোদয় দলীয় কার্যালয়ে গিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর কার্যলয়ের ভেতর গিয়ে দেখেন উপজেলা আওয়ামী লীগের ব্যানারে তার নাম নেই। তখন বিষয়টি দলের সাধারণ সম্পাদকের কাছে জানতে চাইলে আশানুর বিশ্বাসের কিছু লোক কথাটি নিয়ে উত্তেজনা সৃষ্টি করে। পরে উভয়ের সমর্থকদের মাঝে সামান্য হাতাহাতি হলে পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আমরা দলীয় কার্যালয় থেকে বের হয়ে কলেজ মোড়ে বঙ্গবন্ধু স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করি ও উপজেলা অডিটোরিয়ারে আলোচনা সভায় অংশগ্রহণ করি।’ 

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কেএম হোসেন আলী হাসান বলেন, ‘আজকের এই দিনে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি আমরা খতিয়ে দেখে অবশ্যই ব্যবস্থা নেবো।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা