× ই-পেপার প্রচ্ছদ জাতীয় রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত ফিচার শিল্প-সংস্কৃতি ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ কনভার্টার

বেড়িবাঁধে ভাঙন আতঙ্ক, ঘুমহীন আশাশুনির মানুষ

সাতক্ষীরা প্রতিবেদক

১৭ মার্চ ২০২৩ ১৩:৩৩ পিএম । আপডেট : ১৭ মার্চ ২০২৩ ১৯:০০ পিএম

ভাঙনের কারণে সংকীর্ণ হয়ে পড়েছে সাতক্ষীরার আশাশুনির খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ। প্রবা ফটো

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদী সংলগ্ন এলাকায় আবার ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতায় থাকা ৪ নং পোল্ডারের বলাবাড়িয়া প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকাগুলোতে নদীরক্ষা বাঁধ সংকীর্ণ হয়ে পড়েছে। এতে প্রতিদিন একটু একটু করে ভেঙে নদীতে যাচ্ছে বাঁধ। প্লাবন আতঙ্কে রাত জেগে বাঁধ পাহারা দিচ্ছেন দুই ইউনিয়নের লক্ষাধিক মানুষ।

শুক্রবার (১৭ মার্চ) সকালে গিয়ে দেখা যায়, ১৮ নং দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে প্রায় তিন ফুটের কাছাকাছি প্রস্থ রয়েছে বাঁধটির। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত ১টার দিকে দমকা হাওয়া ও বৃষ্টির পাশাপশি জোয়ারের পানি বাড়লে আতঙ্ক বাড়ে স্থানীয়দের মধ্যে। আসন্ন বর্ষা মৌসুমে কী হবে তা নিয়েও দুশ্চিন্তায় তারা।

বলাবাড়িয়া গ্রামের কুসুম রাণী বলেন, ‘আইলা আম্পানের পর এ এলাকার বেড়িবাঁধগুলো অকেজ হয়ে পড়ে। সেই থেকে একই স্থান থেকে বারবার ভাঙ্গে। বৃহস্পতিবার রাতে নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় প্রায় ৪০০ মিটার জায়গা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছে।’

স্থানীয়রা জানান, যেকোনো সময় বেশি বাতাস বা জোয়ারের পানিতে বাঁধটি ভেঙে যেতে পারে। দ্রুত বাঁধটি মেরামত না করা হলে প্রায় কয়েক হাজার বিঘা ঘের এবং আশাশুনি সদর ও শ্রীউলা ইউনিয়নের হাজার হাজার ঘরবাড়ি তলিয়ে যেতে পারে। আশ্রয়হীন হয়ে যেতে পারেন লক্ষাধিক মানুষ।

১৮নং দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি সানা বলেন, ‘ভাঙন কবলিত এলাকায় স্কুলটি অবস্থিত হওয়ায় একটু বৃষ্টি হলে অভিভাবকরা বাসা থেকে ভয়ে বাচ্চাদের বের হতে দেন না। আমরা সব সময় ভাঙ্গনের আতংকে থাকি।’

আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হসেনুজ্জামান হোসেন বলেন, ‘ভাঙনের কথা শুনে আমরা নদী ভাঙ্গন এলাকায় গিয়েছিলাম। আমার ইউনিয়নের মধ্যে দুটি স্থান ঝুঁকিপূর্ণ ছিল। একটির সমস্যা সমাধান হয়েছে। অন্যটি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাবুলালের খেয়াঘাট এলাকা। সেটি দ্রুত সমাধান করা হবে।’

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড সেকশন-২ এর নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ তালুকদার বলেন, ‘ঝুঁকিপূর্ণ বাঁধটি আমরা পরিদর্শন করেছি। সেখানে গিয়ে দেখেছি সেটি আসলেই ঝুঁকিপূর্ণ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা যে সিদ্ধান্ত নেবে, তাই বাস্তবায়ন করা হবে। আমরা আশা করছি নতুন একটি প্রকল্পের মাধ্যমে বাঁধটি নির্মাণের কাজ দ্রুত শুরু হবে।’ 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা