× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেললাইনের পাশে পড়ে ছিল ছাত্রলীগ নেতার পা কাটা মরদেহ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩ ১৬:০৪ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৩ ১৭:৫৪ পিএম

রেললাইন থেকে ছাত্রলীগ নেতা শিফাতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো

রেললাইন থেকে ছাত্রলীগ নেতা শিফাতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো

দিনাজপুরের ফুলবাড়ীতে রেললাইনের পাশ থেকে বাম পা কাটা অবস্থায় শিফাত আহম্মেদ শিশির নামে এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার রেলঘুমটি সংলগ্ন স্বজনপুকুর গ্রামের রেললাইনের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নুরুল ইসলাম।

নিহত শিফাত আহম্মেদ শিশির উপজেলার কাজীহাল ইউনিয়নের আঁখিঘোটনা গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। এছাড়া কাজীহাল ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন শিশির।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৮টায় ডান পা কাটা অবস্থায় একটি মরদেহ রেল লাইনের দেখতে পান স্থানীয়রা। পরে ফুলবাড়ী রেলস্টেশন মাস্টার হায়দার আলীকে খবর দিলে তিনি পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশকে (জিআরপি) খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মরদেহের সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি জাতীয় পরিচয়পত্র পেয়ে পরিচয় নিশ্চিত হওয়া যায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিফাতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। পরে মরদেহটি জিআরপি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

শিফাতের চাচাতো ভাই মেজবা কামাল বলেন, ‘শিফাত সকাল সাড়ে ৮টায় বাড়ি থেকে কলেজ যাওয়ার উদ্দেশে বের হয়। কলেজ শেষে পৌর এলাকার চকচকা গ্রামের তার খালার বাড়িতে যাওয়ার কথা ছিল। তবে সারাদিন পেরিয়ে সন্ধ্যা নামলেও শিফাত তার খালার বাড়িতে যায়নি। পরে রাত ১০টায় রেললাইনের পাশে শিফাতের মরদেহ পাওয়া গেছে, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে ডান পা কাটা অবস্থায় শিফাতের মরদেহ দেখতে পাই।

তিনি বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমাদের ধারণা তাকে নৃশংসভাবে হত্যা করে রেললাইনের পাশে ফেলে দেওয়া হয়েছে।’

ফুলবাড়ীর রেলস্টেশন মাস্টার হায়দার আলী বলেন, ‘ফুলবাড়ী থেকে রাত ৮টা ১৫ মিনিটে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর যায়। ট্রেনটি যাওয়ার ১০ মিনিট পরে গেটম্যানের মাধ্যমে জানতে পারি রেলঘুমটি সংলগ্ন হোম সিগন্যাল ও আউটার সিগন্যালের মাঝামাঝি স্থানে রেললাইনের পাশে একটি পা কাটা মরদেহ পড়ে আছে। পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশকে (জিআরপি) খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।’

পার্বতীপুর রেলওয়ে থানার (জিআরপি) উপপরিদর্শক (এসআই) ছামেদুল ইসলাম বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে একটি অপমৃত্যু (ইডি) মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

পার্বতীপুর রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নুরুল ইসলাম বলেন, ‘মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এটি ট্রেনে কাটা পড়েছে কি না তা নিয়ে বিতর্ক রয়েছে। এজন্য সঠিক তথ্য নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা