প্রবা অলংকরণ
কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারে মাংস কাটার ছুরি হাত ফসকে গিয়ে বুকে বিদ্ধ হওয়ায় এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
জানা গেছে, যার হাত থেকে ছুরি ফসকে গিয়েছিল ওই রোহিঙ্গা যুবক আহত কিশোরকে বাজার সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কিশোরকে মৃত ঘোষণা করেন।
নিহত কিশোর আবদুল হাফেজ কুতুপালং ১৫ নম্বর ক্যাম্পের বি ব্লকের আবুল কালামের ছেলে। আর আটক যুবক একই ক্যাম্পের জাফর আলম (২৮)। তারা কুতুপালং বাজারের আবদুস শুক্কর নামের এক মাংস ব্যবসায়ীর কর্মচারী।
কুতুপালংয়ের স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন জানিয়েছেন, ঘটনার প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য মতে- মাংসের দোকানে বসে তারা দুইজন কাজ করছিল। নিহত হাফেজের বিপরীতে মাংস কাটছিল জাফর। এক পর্যায়ে জাফরের হাত থেকে ছুরি ফসকে গিয়ে হাফেজের বুকে বিদ্ধ হয়। জাফর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। ওখানে হাফেজকে মৃত ঘোষণা করা হয়।
উখিয়ার থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, জাফরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসাবধনতাবশত হাত থেকে ছুরি ফসকে গিয়েছে বলে দাবি করেছেন তিনি। এর বাইরে অন্যকোন কারণ আছে কিনা জানতে আরও জিজ্ঞাসাবাস করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.