× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বঙ্গবন্ধুর অনুসারীরা পিঠে গুলি খাওরার রাজনীতি করে না’

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩ ১৯:০০ পিএম

শুক্রবার জয়পুরহাটের কালাই উপজেলায় ‘বঙ্গবন্ধুর রাজনীতি বিষয়ক রাজনৈতিক ক্যাম্প’ শীর্ষক অনুষ্ঠানে কথা বলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। প্রবা ফটো

শুক্রবার জয়পুরহাটের কালাই উপজেলায় ‘বঙ্গবন্ধুর রাজনীতি বিষয়ক রাজনৈতিক ক্যাম্প’ শীর্ষক অনুষ্ঠানে কথা বলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। প্রবা ফটো

হত্যা করা হবে জেনেও পালিয়ে না গিয়ে ঘাতকদের সামনে বুক চিতিয়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অনুসারীরাও পিঠে গুলি খেয়ে মরার জন্য রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

শুক্রবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলায় ‘বঙ্গবন্ধুর রাজনীতি বিষয়ক রাজনৈতিক ক্যাম্প’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। উপজেলার সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানটি আয়োজিত হয়। 

আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘বঙ্গবন্ধু জানতেন ঘাতকরা তাকে হত্যা করেতে এসেছে। কিন্তু তিনি পেছনের দরজা দিয়ে পালিয়ে যাননি। বুক চিতিয়ে দিয়ে বলেছিলেন, ‘তোরা কি চাস? আমাকে মারতে এসেছিস? পাকিস্তানি আর্মি যেটা পারেনি, তোরা আমার বুকে গুলি চালাবি?’ এরপর তার বুকে স্টেটগান থেকে ৩২টি গুলি চালায় ঘাতকরা। বুলেটের আঘাতে বঙ্গবন্ধুর বুকে রচিত বাংলাদেশের পতাকা। রক্তে রঞ্জিত হয় বাংলার মাটি।’

তিনি বলেন, ‘দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে বঙ্গবন্ধু হতেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। কিন্তু তিনি তা করেননি। কারণ বেইমানি-বিশ্বাসঘাতকতা তার রক্তে নেই। তার রাজনীতিতে নেই। তিনি বাঙালির অধিকার আদায়ে অটল ছিলেন। সে কারণেই পাকিস্তানিরা তার কাছে ক্ষমতা হস্তান্তর করেনি।’

বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিলেও স্বাধীনতা ঘোষণা করেননি জানিয়ে এমপি স্বপন বলেন, ‘মেজরিটি পার্টির নেতা হিসেবে ১৯৭১ সালের ৭ মার্চ তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন। স্বাধীনতার ঘোষণা দেননি। কারণ, রাজনীতি মাথা গরম করে করার বিষয় নয়। রাজনীতিতে একটি অংক আছে, সিস্টেম আছে। সেখানে নিজের দেশ এবং বহির্বিশ্বের সাপোর্টের বিষয় আছে।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এটাই বঙ্গবন্ধুর রাজনীতির মাহাত্ন। তিনি পিঠে গুলি খেয়ে মরেননি, বুক চিতিয়ে দিয়েছিলেন। সেই বঙ্গবন্ধুর রাজনৈতিক কর্মী আমরা, তার আদর্শের অনুসারী আমরা। আওয়ামী লীগের নেতাকর্মীরা বুকি গুলি খেয়ে মরার রাজনীতি করে, পিঠে নয়।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা