× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমকালো আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন রূপগঞ্জ আওয়ামী লীগের

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩ ২১:০৯ পিএম

আপডেট : ১৭ মার্চ ২০২৩ ২১:৪৩ পিএম

রূপগঞ্জ ইউনিয়নে পিতলগঞ্জ এলাকার বালুর মাঠে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে রংধনু গ্রুপের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। প্রবা ফটো

রূপগঞ্জ ইউনিয়নে পিতলগঞ্জ এলাকার বালুর মাঠে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে রংধনু গ্রুপের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। প্রবা ফটো

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে রংধনু গ্রুপের উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (১৭ মার্চ) উপজেলার রূপগঞ্জ ইউনিয়নে ৩০০ ফুট সড়কের পাশে পিতলগঞ্জ এলাকার বালুর মাঠে দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

এ আয়োজনে যোগ দিতে বেলা তিনটা থেকে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ ও যুব মহিলা লীগসহ সরকারি দলের বিভিন্ন সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। একপর্যায়ে লাখো নেতাকর্মীর সমাগমে অনুষ্ঠানটি জনসভায় রূপ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ মো. রফিকুল ইসলাম। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবুল বাশার টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার।

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, ’১৯৪৮ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন শেখ মুজিবুর রহমান। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের পর ছাত্রজনতা তাকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়। ১৯৭১ সালে তার ডাকে সাড়া দিয়ে আপামর জনগণ প্রায় ৯ মাস যুদ্ধ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করে। শেখ মুজিবের অবিসংবাদিত নেতৃত্বে রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীনতা। স্বাধীনতার রূপকার সেই মহান মানুষটির আজ জন্মদিন।’

রংধনু গ্রুপের চেয়ারম্যান আরও বলেন, ’পাকিস্তানিদের বিরুদ্ধে বাঙালির দুর্বার আন্দোলনে জাতীয় ঐক্য ও শক্তির উৎস ছিলেন বঙ্গবন্ধু। বাংলাদেশ ও দেশের ইতিহাসে অবিচ্ছিন্ন সত্তা তিনি। নিজের জীবন ও পরিবারকে উৎসর্গ করে আমৃত্যু তিনি বাংলার মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন।’


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের অধিকার আদায়েও সর্বদা সচেষ্ট ছিলেন উল্লেখ করে রফিকুল ইসলাম বলেন, ’জাতির পিতা ছিলেন শিশুদের পরম বন্ধু। শিশুরা বড় হয়ে যেন সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখতে পারে, সেজন্য তিনি অনেক শিশুবান্ধব কাজ করে গেছেন।’

রূপগঞ্জে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী নির্যাতিত তাদের উদ্দেশে রফিকুল ইসলাম বলেন, ’বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান রূপগঞ্জে নির্বাচন করবেন নিশ্চিত। রূপগঞ্জের কোনো আওয়ামী লীগ নেতাকর্মীকে যদি ষড়যন্ত্রমূলকভাবে মামলা-হামলা করা হয়, তাহলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, কাঞ্চন পৌরসভার মেয়র ও পৌর যুবলীগের সভাপতি আলহাজ রফিকুল ইসলাম, তরুণ শিল্পপতি তারিকুল ইসলাম মোগল, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানু, মানজুরুল ইসলাম মাঞ্জু, রংধনু গ্রুপের পরিচালক ও জেলা পরিষদের সাবেক সদস্য মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কামাল হোসেন কমল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট তাইয়ুবুর রহমান।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের রাজনৈতিক মুখপাত্র শেখ মোয়াজ্জেম হোসেন সাঈদের তত্ত্বাবধানে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনিরুজ্জামান ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা আলী আজগর, হাজী সফিকুল ইসলাম, মইন মোল্লা, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, রূপগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি কাজী আব্দুল মজিদ, ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোজাম্মেল হক মিলন, উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি আলী মাস্টার, শাখাওয়াত শিকদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম, ইউপি সদস্য রিটন প্রধান, শামসুল হক, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাসুদ ভূঁইয়া, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুদা আক্তার, যুবলীগ নেতা হুমায়ুন আহমেদ, সেকান্দর আজাদ, অ্যাডভোকেট যতীন্দ্র বাবু, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য করিম পাঠান, জামান বেপারি, জ্যোৎস্না মহিউদ্দিন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার সম্পাদক হাজী মজিবুর রহমান, জলিল ভূঁইয়া, ভোলাবো ইউনিয়ন যুবলীগ নেতা মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা আশরাফুল আলম জেমিন, ইউপি সদস্য জসিম উদ্দিন, মুসলিম খান, যুবলীগ নেতা বিল্লাল হোসেন, নূর মোহাম্মদ, মাসুম রেজা, আব্দুর রউফ, কামরুল ইসলাম নয়ন, রমজান আলী প্রধান, মহিলা লীগ নেত্রী শারমিন আক্তার, সাহিদা আক্তার, তারাবো পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মিনা আকতার, নিগার সুলতানা রুজিনাসহ আরও অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা