× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোংলা বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তার অফিস ঘেরাও

মোংলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩ ১৬:১৬ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৩ ১৬:৫৬ পিএম

মোংলা বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তাকে অপসারণের দাবিতে অফিস ঘেরাও করেন কর্মচারীরা। প্রবা ফটো

মোংলা বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তাকে অপসারণের দাবিতে অফিস ঘেরাও করেন কর্মচারীরা। প্রবা ফটো

প্রশাসনিক বিভাগে কর্মরত গাড়ির চালককে গালিগালাজ ও হেনস্থার অভিযোগ তুলে মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে অপসারণের দাবিতে অফিস ঘেরাও ও বিক্ষোভ করেছে বন্দরের কর্মচারীরা।

রবিবার (১৯ মার্চ) সকাল ১০টায় বন্দরের সিবিএ সংগঠনের নেতৃত্বে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীরা এ ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভ করেন। 

এ সময় বক্তব্য দেন সিবিএ সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী খোরশেদ আলম পল্টু, সরোয়ার হোসেনসহ কর্মচারী নেতারা। 

চলতি সপ্তাহের মধ্যে নিরাপত্তা কর্মকর্তার অপসারণ না হলে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন সিবিএ নেতারা।

সিবিএ সাধারণ সম্পাদক খুরশীদ আলম পল্টু বলেন, ‘শুক্রবার দুপুরে বন্দরের প্রশাসনিক বিভাগে কর্মরত গাড়ির ড্রাইভার নুরুল ইসলাম টিটুকে তুচ্ছ ইস্যুতে রাস্তায় গালিগালাজসহ হেনস্থা করেন নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লাহ আল মেহেদী। আর এ ঘটনা জানাজানি হলে বন্দরে কর্মরত সাধারণ কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়।’

তিনি বলেন, ‘সম্প্রতি বন্দর এলাকায় ছিনতাই ও চুরিসহ অপরাধপ্রবণতা বেড়েছে। নজরদারি না করে সরকারি অর্থ অপচয় ও বিলাসী জীবনযাপন করছে। নানা সময় অন্যায়ভাবে কর্মচারীদের ওপর জুলুম-নির্যাতন করা হচ্ছে।’

অভিযুক্ত প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লাহ আল মেহেদী বলেন, ‘কর্মচারী টিটুকে ঠিকমতো অফিস করার জন্য শুধু সতর্ক করেছি। আর কিছু নয়। তবে এ নিয়ে অন্য কর্মচারীরা অফিস ঘেরাও করেছে কি না জানা নেই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা