× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০ লাখ টাকার লবণ নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, যুবক নিখোঁজ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩ ১৮:২১ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৩ ১৮:৫৯ পিএম

নিখোঁজ নেছার উদ্দিন। প্রবা ফটো

নিখোঁজ নেছার উদ্দিন। প্রবা ফটো

ঝড়ো বাতাসের কবলে পড়ে ১০ লাখ টাকার লবণ নিয়ে বঙ্গোপসাগরে দুটি কার্গো ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারগুলোর ২৫ মাঝি-মাল্লাদের উদ্ধার করা গেলেও নেছার উদ্দিন নামে একজন নিখোঁজ রয়েছেন। 

রবিবার (১৯ মার্চ) সকাল ৮টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা উপকূলের পশ্চিমে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। নিখোঁজ নেছার উদ্দিন বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী ৬০ নম্বর পাড়ার নাগু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ও পুইছড়ি ইউনিয়নের মধ্যবর্তী জলকদর খালের আশাবর ঘাট থেকে চট্টগ্রামের মাঝিরঘাটের উদ্দেশ্য তিনটি লবণবোঝাই ট্রলার ভোর ৫টায় ছেড়ে যায়। একটি ট্রলার গন্তব্যে পৌঁছাতে পারলেও, দুইটি পৌঁছাইনি।

সকাল ৮টার দিকে ঝড়ো বাতাসের কবলে পড়ে পুইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আব্দুল গফুর কোম্পানির একটি ও ছনুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ বেলাল কোম্পানির মালিকানাধীন একটি ট্রলার ডুবে যায়।

ট্রলারমালিক মো. বেলাল বলেন, ‘বিরূপ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে লবণবোঝাই দুইটি বোট ডুবে গেছে। এরমধ্যে একটি আমার। ডুবে যাওয়া দুইটি বোটে প্রায় ২৭০০ মণ লবণ ছিল। যার বর্তমান বাজার মূল্য ১০ লাখ ৮০ হাজারেরও বেশি।’

এ প্রসঙ্গে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘নিখোঁজের বিষয়ে এখনো আমাদের কেউ অবহিত করেনি। জানালে ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা