সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত দুই কিশোরীকে ঝিনাইদহ থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ মার্চ) সকালে তাদের মহেশপুর বর্ডার এলাকা থেকে উদ্ধার করা হয়।
দুই কিশোরী হলো, নরসিংদী জেলার মাদবদী থানার সন্তোশ দাসের মেয়ে শিলা রানী ও দিনাজপুরের সদর উপজেলার বর্তমান ভুলতা এলাকার মনির মিয়ার বাড়ির ভাড়াটিয়া সকাল চন্দ্রের মেয়ে শ্যামলী রানী।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ’গত ১ জানুয়ারি শিলা রানী ও শ্যামলী রানীকে মানব পাচারকারীরা অপহরণ করে নিয়ে যায়। পরে শ্যামলী রানীর মা মুক্তা রানী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলা ও ভুক্তভোগীদের হোয়াটসঅ্যাপে কথা বলার সূত্র ধরে স্থানীয় নবী মিয়াকে গ্রেপ্তার করা হয়। নবী মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের উদ্ধার করা হয়েছে।‘
তিনি বলেন, ’কিশোরীদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অভিযুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
উদ্ধার হওয়া দুই কিশোরী জানায়, তারা রূপগঞ্জ উপজেলার আউখাব এলাকার এনজেড টেক্সটাইল নামের কারখানায় চাকরি করে। সেই সুবাদে রশিদ নামের এক যুবকের সঙ্গে পরিচয় হয়। ১ জানুয়ারি রশিদ বিউটি পার্লারে বেশি বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠাবে বলে প্রথমে চিটাগাংরোডে নিয়ে যান। পরে সেখানে থাকা নবী মিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। পরে তাদের গুলিস্তান বাস স্টেশনে নিয়ে যায়। এরপর শাকিল নামের একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। পরে শাকিলসহ ঢাকার বাড্ডা এলাকায় কাগজপত্র করার কথা বলে নিয়ে যায়। রাতে বাসে করে যশোর নিয়ে যায়। পরে যশোর থেকে ঝিনাইদহ জেলার মহেশপুর বর্ডার এলাকা দিয়ে ভারতে পাচার করে দেয়। সেখানে গিয়ে জানতে পারি, তারা আমাদের খারাপ কাজের উদ্দেশ্যে ভারতের দুজন লোকের কাছে বুঝিয়ে দিয়ে চলে গেছে।
শিলা রানী ও শ্যামলী রানী বলেন, আমরা বুঝতে পারি ৭ লাখ টাকার বিনিময়ে আমাদের পাচার করা হয়েছে। তখন বহু কৌশলে পাচারকারীদের হাত থেকে ভারতের বনগাঁ জেলার মৌসুমপুর বর্ডার এলাকার পরিতোষের বাড়িতে গিয়ে আশ্রয় নিই। তাদের মোবাইল দিয়ে পরিবারের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পুলিশ ঝিনাইদহ জেলার মহেশপুর বর্ডার এলাকা থেকে আমাদের উদ্ধার করে।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.