× ই-পেপার প্রচ্ছদ জাতীয় রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত ফিচার শিল্প-সংস্কৃতি ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ কনভার্টার

মরদেহের পাশে বসে বাবাকে ডেকে চলেছে ছোট্ট জিসান

শিবচর (মাদারীপুর) প্রতিবেদক

১৯ মার্চ ২০২৩ ২২:২৬ পিএম । আপডেট : ১৯ মার্চ ২০২৩ ২৩:০৬ পিএম

বাবার মরদেহের গাড়ির পাশে বসে ছোট্ট শিশু জিসান ও তার মায়ের আহাজারি। প্রবা ফটো

চার বছরের ছোট্ট শিশু জিসান। বাবার মোস্তাক শেখের (৪০) নিথর মরদেহের পাশে বসে তাকে ডেকে চলেছে শিশুটি। পাশে তার মায়ের আহাজারি। বুকফাটা আর্তনাদ। চোখে পানি নিয়ে মরদেহ বাড়িতে নিতে ব্যস্ত স্বজনরা। ব্যস্ততাই নেই শুধু শিশুটির। সাদা প্যাকেটে মোড়ানো লাশগুলোর দিকে তাকিয়ে আছে শিশুটি। হয়তো ভাবছে, তার ডাক শুনে বাবা এসে কোলে তুলে নেবে। কিন্তু তা আর হওয়ার নয়। কারণ, চিরদিনের জন্যই বাবাকে হারিয়ে ফেলেছে সে। 

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাখা লাশের সারির মাঝে গোপালগঞ্জের মোস্তাক মিয়ার লাশ ঘিরে দেখা গেছে এমন চিত্র। রবিবার মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ১৯ জনের একজন গোপালগঞ্জের মোস্তাক শেখ। তিনি সদর উপজেলার নরপাড়ার বনগ্রাম গ্রামের সামসু মাস্টারের ছেলে। 

স্ত্রী জোনাকি বেগম, দুই ছেলে জিসান (৪) ও ইসানকে (৯) নিয়ে সুখী সংসার। সন্তানদের টানে তিন বছর আগে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। তাদের সঙ্গে দারুণ সময় কাটতো তার। কিন্তু জীবিকার প্রয়োজনে ফের বিদেশ যেতে হবে তাকে। এজন্য ফিঙ্গারপ্রিন্ট করতে রবিবার গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস উঠেন তিনি। কিন্তু এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রেলিং ভেঙ্গে অন্তত ৫০ ফুট নিচে পড়ে যায়। এতে মোস্তাকসহ ১৯ জন নিহত হন। আহত হন আরও ২০ জন। খবর পেয়ে দুপুরে ছোট ছেলেকে মাদারীপুরে আসেন মোস্তাকের স্ত্রী জোনাকী বেগম। সঙ্গে ছিলেন অন্য স্বজনরাও। 

শিবচর হাসপাতালের সামনে খোলা কন্ট্রোল রুমের পাশে মা জোনাকীকে জড়িয়ে ধরে গগনবিদারী চিৎকার করে বাবাকে ডাকতে থাকে শিশুটি। স্বামীকে হারিয়ে যেন দুনিয়ার সব ভাষা হারিয়ে ফেলেছেন জোনাকি। ছেলেকে সান্তনা দেওয়ার মতো কোনো ভাষা নেই তার কাছে। 

নিহত মোস্তাকের চাচাতো ভাই বলেন, ছেলে দুটো সারাদিন বাবার সঙ্গে থাকতো। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চোখের পলকেই চরম অনিশ্চয়তার মুখে পড়তে হয়েছে তার চাচাতো ভাইয়ের পরিবারকে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা