× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিবচরে সড়ক দুর্ঘটনা : বাসমালিকের বিরুদ্ধে পুলিশের মামলা

শিবচর (মাদারীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২০ মার্চ ২০২৩ ১১:৩০ এএম

আপডেট : ২০ মার্চ ২০২৩ ১৩:১০ পিএম

শিবচরে দুর্ঘটনাকবলিত দুমড়েমুচড়ে যাওয়া বাস। প্রবা ফটো

শিবচরে দুর্ঘটনাকবলিত দুমড়েমুচড়ে যাওয়া বাস। প্রবা ফটো

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে ইমাদ পরিবহনের বাস দুর্ঘটনায় ১৯ জন নিহতের ঘটনায় বাসমালিকের বিরুদ্ধে মামলা করেছে হাইওয়ে পুলিশ।

রবিবার (১৯ মার্চ) গভীর রাতে শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট জয়ন্ত সরকার বাদী হয়ে শিবচর থানায় মামলাটি করেন।

সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯৮/৯৯/১০৫/১০৬(১) ধারার অপরাধ উল্লেখ করে মামলাটি করা হয়।

বাস কর্তৃপক্ষ দুর্ঘটনাকবলিত বাসটির কোনো ফিটনেস সার্টিফিকেট দেখাতে পারেননি বলে জানিয়েছেন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক।

শিবচর থানার ওসি আনোয়ার হোসেন জানান, বাস কর্তৃপক্ষকে অভিযুক্ত করে হাইওয়ে পুলিশ মামলা করেছে। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

রবিবার ভোরে খুলনা থেকে যাত্রী নিয়ে ইমাদ পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বাসটি গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে ১৫ জন যাত্রী নেয়। পদ্মা সেতুর আগে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের কুতুবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নিচে পড়ে যায়।

বাসটি এক্সপ্রেস হাইওয়ের নিচের আন্ডারপাসের গাইডওয়ালের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হন। পরে আরও চারজনসহ মোট ১৯ জনের প্রাণহানি হয়।

এ ছাড়া অন্তত ৩০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা