× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ছোট ছোট কারখানাগুলোকে নিয়মের মধ্যে আসতে হবে’

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২০ মার্চ ২০২৩ ১৫:০৬ পিএম

সোমবার চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত কর্মশালায় অতিথিরা। প্রবা ফটো

সোমবার চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত কর্মশালায় অতিথিরা। প্রবা ফটো

চট্টগ্রামের সীতাকুণ্ডে গড়ে উঠা ছোট ছোট কারখানাগুলোকে নিয়মের মধ্যে চলার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনেক কারখানা গড়ে উঠেছে। এই কারখানাগুলো এখন চাইলেও সরিয়ে নেওয়া সম্ভব নয়। কারণ এ সঙ্গে অনেক মানুষের কর্মসংস্থান জড়িত। তাই আমরা চাই, এইসব কারখানাগুলো যেন একটি নিয়মের মধ্যে চলে আসে। এই ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাই।’

সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সীতাকুণ্ডের অক্সিজেন প্ল্যান্টগুলোর ঝুঁকি নিরসন ও নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই কর্মশালার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসকের পাশাপাশি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান, জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল ও সীতাকুণ্ডের উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বক্তব্য রাখেন।

কর্মশালায় জেলা প্রশাসক ফখরুজ্জামান বলেন, ‘আমরা চাই শিল্প কারখানারগুলো নিরাপদ থাকুক। নিরাপদ পরিবেশ বজায় রেখে কারখানাগুলোতে উৎপাদন বাড়ুক। আমরা জানি সীতাকুণ্ডে অনেক ছোট ছোট কারখানা আছে। কারখানায় নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে আপনারা যদি কোনো মূলধন সংকটে পড়েন। আমাদেরকে সেটি অবহিত করবেন। আমরা বিনিয়োগ উন্নয়ন বোর্ড, পরিকল্পনা মন্ত্রণালয়ের মাধ্যমে সহজ শর্তে ঋণ পেতে সহযোগিতা করব।’

জেলা প্রশাসক বলেন, ‘সীতাকুণ্ডে কারখানাগুলোতে প্রায় দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করতে, ভালো ভালো প্ল্যান্টগুলো যেভাবে প্ল্যান্ট পরিচালনা করে, তারা যেভাবে নিজেদের জনবল প্রশিক্ষিত করে, তারা যেই যেই নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে, বাকিরা যেন সেটি অনুসরণ করতে পারে যে জন্য এই কর্মশালার আয়োজন করা হয়েছে।’

কর্মশালায় সীতাকুণ্ড এলাকায় গড়ে উঠা ২০টির অধিক কারখানার প্রতিনিধিরা অংশ নেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা