× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জে ইউপি নির্বাচনে সংঘর্ষ : পুলিশের দুই মামলায় ১ হাজার আসামি

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ১১:১৬ এএম

আপডেট : ২১ মার্চ ২০২৩ ১২:২২ পিএম

গোপালগঞ্জে ইউপি নির্বাচনে সংঘর্ষ : পুলিশের দুই মামলায় ১ হাজার আসামি

গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ইভিএম ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞাতপরিচয় ১ হাজার জনকে আসামি করে পৃথক দুটি মামলা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (২০ মার্চ) রাতে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক গণেশ বিশ্বাস ও ৫ নম্বর ওয়ার্ডের চরমানিকদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইজিং অফিসার সেলিম তালুকদার বাদী হয়ে মামলা দুটি করেন।

ওসি জাবেদ মাসুদ জানান, লতিফপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে পরাজিত তিন প্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে সদর থানার ওসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হন।

এ সময় সদর সহকারী কমিশনার (ভূমি) ও ওসির গাড়িতে হামলা-ভাঙচুর করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতেই উপপরিদর্শক গণেশ বিশ্বাস বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতপরিচয় চার-পাঁচশ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন।

অন্যদিকে ইভিএম ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞাত আরও চার-পাঁচশ জনকে আসামি করে প্রিসাইডিং অফিসার সেলিম তালুকদার বাদী হয়ে একটি মামলা করেন।

সংঘর্ষের পর থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা