× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রমজানে দুই ব্যবসায়ীর অনন্য উদ্যোগ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ১২:১৩ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৩ ১২:৫১ পিএম

ফরিদগঞ্জে মুদি ব্যবসায়ী শাহআলম রমজানে মাত্র এক টাকা লাভে বিক্রি করবেন নিত্যপণ্য। প্রবা ফটো

ফরিদগঞ্জে মুদি ব্যবসায়ী শাহআলম রমজানে মাত্র এক টাকা লাভে বিক্রি করবেন নিত্যপণ্য। প্রবা ফটো

পবিত্র রমজান উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জের দুই ক্ষুদ্র ব্যবসায়ী ভিন্ন উদ্যোগ নিয়েছেন। একজন ওষুধ বিক্রেতা আর অন্যজন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রেতা।

ওষুধ বিক্রেতা শুধু কেনা দামে আর অন্যজন ১ টাকা লাভে পণ্য বিক্রি করবেন বলে ঘোষণা দিয়েছেন। তাদের এ ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সব শ্রেণির মানুষ।

কয়কটি মুসলিমপ্রধান দেশে রমজান উপলক্ষে ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম কমিয়ে দেন আর বাংলাদেশের ব্যবসায়ীরা বাড়িয়ে দেন- এ অপবাদ ঘোচাতে তাদের এই অসামান্য উদ্যোগ।

উপজেলার পূর্ব বালিথুবার সানকি সাইর বাজারের মায়ের দোয়া ফার্মেসির মালিক মোস্তফা কামাল ঘোষণা করেছেন, রমজান মাসে ক্রেতার কাছে সব ওষুধ কেনা দামে বিক্রি করবেন। অন্যদিকে পৌরসভার মধ্য চরকুমিরা মহিলা মাদ্রাসা সংলগ্ন মুদি ব্যবসায়ী শাহআলম মাল তার শাহআলম স্টোরে বিশেষ অফার দিয়েছেন ইফতারসামগ্রী বেচাকেনার ওপর। দোকানের সামনে একটি ফেস্টুন ঝুলিয়ে সেখানে লিখেছেন- ‘বিশেষ অফার! ছোলা, খেসারির ডাল, বেসন, মুড়ি, চিড়া, খেজুর ইত্যাদি ১ টাকা লাভে বিক্রি করা হবে।’ 

রমজান উপলক্ষে দুজন ক্ষুদ্র ব্যবসায়ীর এমন উদ্যোগে খুশি এলাকাবাসী। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

১ টাকা লাভে ইফতারসামগ্রী বিক্রি করার বিষয়টি যাচাই করতে শাহআলম মালের দোকানে গেলে সত্যতা পাওয়া যায়। তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি থেকে এই বিশেষ অফার ঘোষণা করেছেন এবং সেদিন থেকেই বিক্রি শুরু করেছেন। চলবে রমজানের শেষ দিন পর্যন্ত। 

শাহআলম আরও বলেন, ‘আগের চেয়ে বেচাবিক্রি বেড়েছে। এলাকার মানুষজন এমনকি দেশ-বিদেশের ক্রেতারাও পণ্য অর্ডার করছেন।’

এদিকে চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের অফিস অ্যাসিস্ট্যান্ট বালিথুবা পূর্ব সানকি সাইর মায়ের দোয়া ফার্মেসির গোলাম মোস্তফা বলেন, তিনি রমজানের প্রথম দিন থেকে চাঁদরাত পর্যন্ত ক্রয়মূল্যে সব ধরনের ওষুধ বিক্রি করবেন। অসহায় রোগী ছাড়াও সবার জন্য রমজানে এ কাজটি করতে পারবেন বলে তিনি খুবই আনন্দিত।

নিজের ফেসবুক টাইমলাইনে পোস্ট করে এবং ফটোকপি করে বিভিন্ন দোকানে সেঁটে বিষয়টি প্রচার করেছেন গোলাম মোস্তফা।

ক্রেতারা মুদি ও ওষুধ ব্যবসায়ীর প্রসঙ্গে বলেন, ‘দোকান দুটি থেকে নিয়মিত বাজারদর থেকে পণ্যের দাম কম পাওয়া যাচ্ছে। তাদের এ উদ্যোগ প্রশংসনীয় ও দৃষ্টান্ত হয়ে থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা