× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শহীদ চান্দু স্টেডিয়াম ফের ভেন্যু হচ্ছে, আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

বগুড়া অফিস

প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ১৪:১১ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৩ ১৪:৪৩ পিএম

ভেন্যু প্রত্যাহারের পর বিভিন্ন সরঞ্জাম সরিয়ে নিচ্ছে বিসিবি। ফাইল ফটো

ভেন্যু প্রত্যাহারের পর বিভিন্ন সরঞ্জাম সরিয়ে নিচ্ছে বিসিবি। ফাইল ফটো

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভেন্যু প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে আসবে বলে আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আগামী সাত-আট দিনের মধ্যে এ বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।

সোমবার (২০ মার্চ) মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এমন আভাস পেয়েছেন বলে প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। 

রিপু বলেন, ‘চান্দু স্টেডিয়াম ভেন্যু ফিরে পেতে নিজ দায়িত্ববোধ থেকেই সংশ্লিষ্ট মহলে যোগাযোগ শুরু করি। বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামও ওপর মহলে এ ব্যাপারে জোর প্রচেষ্টা চালাচ্ছেন।’ 

তিনি বলেন, ‘সোমবার আমি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বগুড়ার সার্বিক অবস্থা সম্পর্কে তাকে অবহিত করি। তিনি সব কিছু শোনার পর আমাকে আশ্বস্ত করে বলেছেন, আগামী সাত-আট দিনের মধ্যে বিসিবির ভেন্যু প্রত্যাহারের সিদ্ধান্ত বদলের ব্যবস্থা করবেন। এজন্য তিনি মৌখিকভাবে বলার পাশাপাশি লিখিতভাবেও জানাবেন।’ 

সংসদ সদস্য রিপু বলেন, ‘শুধু বিসিবির ভেন্যু ফিরে আসাই নয়, এই মাঠে যাতে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়, সে ব্যাপারেও চেষ্টা চালানো হচ্ছে। আশা করছি, খুব তাড়াতাড়ি পজিটিভ কিছু জানাতে পারব।’

বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আগামী বোর্ড মিটিংয়ে শহীদ চান্দু স্টেডিয়াম ভেন্যুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। আমি আশাবাদী আবারও বিসিবির ভেন্যু হিসেবে ফিরবে চান্দু স্টেডিয়াম।’

গত ২ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি পাঠিয়ে চান্দু স্টেডিয়াম ভেন্যু বাতিলের সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে অভিযোগ করা হয়, কয়েক বছর ধরেই বোর্ডের ম্যাচ আয়োজনে অসহযোগিতা করছে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা। চিঠি দেওয়ার পাশাপাশি বগুড়ায় নিয়োগপ্রাপ্ত বিসিবির ১৭ কর্মকর্তা-কর্মচারীকে ক্লোজড করে মিরপুরে রিপোর্ট করতে বলা হয়। একই সঙ্গে কার্গোতে করে ঢাকায় নেওয়া হয়েছে গ্রাউন্ড রক্ষণাবেক্ষণের যন্ত্রপাতি থেকে শুরু করে ইনডোরের নেট, ম্যাট সব কিছু।

বিসিবির এমন সিদ্ধান্তের নেপথ্যের কারণ অনুসন্ধানে জানা যায়, বিসিবির সূচি অনুযায়ী ৮ থেকে ২৫ মার্চ পর্যন্ত শহীদ চান্দু স্টেডিয়ামে শেখ কামাল জাতীয় যুব ক্রিকেট লিগের খেলা হওয়ার কথা ছিল। কিন্তু ২৮ ফেব্রুয়ারি বগুড়া জেলা ক্রীড়া সংস্থা বিসিবিকে চিঠি দিয়ে জানায়, ১ মার্চ থেকে স্থানীয় প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হবে। তাই যুব ক্রিকেটের জন্য মাঠ দেওয়া সম্ভব নয়। মূলত এরপরই বিসিবি থেকে ভেন্যু বাতিলের সিদ্ধান্ত আসে। 

ভেন্যু ও জনবল প্রত্যাহারের পর থেকেই বিভিন্ন ব্যক্তি ও সংগঠন প্রতিবাদ জানায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা