× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘কাঙ্গাল ছেলাম, হাসিনা মায় আমারে ঘর দেছে’

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ১৪:৫৪ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ১৬:০৭ পিএম

সরকারের আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী জহুরা বেগম। প্রবা ফটো

সরকারের আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী জহুরা বেগম। প্রবা ফটো

‘আমার কিচ্ছু নাই, আমি কাঙ্গাল ছেলাম, হাসিনা মায় আমারে ঘর দেছে। ঘর পাইয়া মুই খুর খুশি হইছি। আমি যতদিন বাইচ্চা আছি, হের লাইগ্গা দোয়া হরমু।’ কথাগুলো বলছিলেন পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জহুরা বেগম। সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘরের দলিল হাতে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। তিনি ছাড়া এমন উপকারভোগীদের অনেকের চোখেই বইছে আনন্দের অশ্রুধারা।

বুধবার (২২ মার্চ) পিরোজপুরে ১ হাজার ১৬০টি ঘরের দলিল হস্তান্তর করার সময় উপজেলা পরিষদের শহিদ ওমর ফারুক অডিটরিয়মে এ দৃশ‌্যের অবতারনা হয়। তারা প্রধানমন্ত্রী শেখ হসিনার প্রতি কান্নাজড়িত কন্ঠে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপকারভোগী আরতী দাস বলেন, ‘আমি আগে পরের জায়গায় একটু ঘর উডাইয়া থাকতাম। এহন শেখ হাসিনা ঘর দেছে। হেই ঘরে এহন থাকমু। আগে অনেক কষ্ট কেলেশ করছি।’

টোনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাসি বেগম বলেন, ‘স্বামী অসুস্থ। নিজের জয়গা-জমি নাই। মানষের ঘরে থাকছি। শেখ হাসিনা না থাকলে আমি ঘর পাইতাম না। তার জন‌্য অনেক দোয়া হরি।’

ধন‌্যবাদ জানিয়ে হেপি বেগম বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশের লাইগ্গা যা হরছে এ রকম কোনো সরকার আর হরবে না। জনগণের জন‌্য রাস্তা, সেতু, আবাসন যতগুলা দেছে, যত মানুষের ছায়া দেছে হেগো দোয়া শেখ হাসিনা পাবে। হেরে যদি সামনে পাইতাম তয় যে কি করতাম হেয়া কইতে পারি না। আমি হের উপর অনেক খুশি। সে আবারও প্রধানমন্ত্রী হবে, আমরাই বানামু।’

বাসভবন গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে ভার্চুয়ালি সারাদেশে সাত জেলা ও ১৫৯ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন। এ সময় ৩৯ হাজার ৩৬৫টি ঘরের দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে পিরোজপুর জেলার ৬ উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করেছেন তিনি। আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছে ১ হাজার ১৬০ পরিবার।

জেলায় মোট ৫ হাজার ৭৯০টি ভূমি ও গৃহহীন পরিবারের তালিকা করা হয়। এদের ৫ হাজার ২৭৬ পরিবার ইতোমধ্যে ভূমি ও গৃহহীনমুক্ত হয়েছে। বাকি থাকা পিরোজপুর সদর উপজেলাও আগামীতে এর আওতায় আসছে বলে জানা গেছে।

এদিন পিরোজপুরে থেকে অনুষ্ঠানে উপস্থি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  সেলিম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মরিয়ম জাহান, শংকরপাশা ইউনিয়নের চেয়ারম‌্যান তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি শফিউল হক মিঠু প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা