× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমন্বিত উন্নয়নের দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে সরকার : নৌ প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩ ১৮:৫৪ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৩ ২১:০৪ পিএম

দিনাজপুরের বিরল উপজেলায় নবনির্বাচিত প্রাথমিক শিক্ষকদের  ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রবা ফটো

দিনাজপুরের বিরল উপজেলায় নবনির্বাচিত প্রাথমিক শিক্ষকদের ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রবা ফটো

দলমত বিবেচনায় না রেখে সবাইকে নিয়ে সরকার সমন্বিত দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৪ মার্চ) দিনাজপুরের বিরল উপজেলা কমপ্লেক্স রুমে নবনির্বাচিত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, ‘বর্তমান সরকার সমন্বিত উন্নয়নের দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যাচ্ছে। এখানে দলমত বিবেচ্য বিষয় নয়। যারা আমাদের সমালোচনা করে আমরা তাদেরও দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছি। এটিই হচ্ছে জননন্দিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক দৃষ্টিভঙ্গি। এটি আজ গোটা বিশ্বে স্বীকৃতি পেয়েছে। তার হাতের ছোঁয়ায় আমরা এখন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে প্রবেশ করছি। আগামীতে আমরা দেশের মানুষ আরও অনেক সুযোগ-সুবিধা ভোগ করব।’

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশের জন্ম কোনো আলোচনা টেবিলে হয়নি। বাংলাদেশের জন্ম হয়েছে ৯ মাসের একটি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। অকুতোভয় সাহসী দেশপ্রেমীসহ অনেকে প্রাণ বিসর্জন দিয়েছেন। অনেক মা-বোন সম্ভ্রম হারিয়েছেন। মুক্তিযুদ্ধ আমাদের যুগ-যুগান্তরের অহংকার। এর চেয়ে বড় অহংকার পৃথিবীর ইতিহাসে আর হয়নি।’

বিরলের ইউএনওর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ বক্তব্য দেন। 

অনুষ্ঠানে নতুন নিয়োগপ্রাপ্ত ১২০ জন শিক্ষক-শিক্ষিকাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ১৬০ শিক্ষাপ্রতষ্ঠানকে দেওয়া হয় ল্যাপটপ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা