× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালীর বাজারে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩ ১৯:২৯ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৩ ১৯:৪৭ পিএম

নোয়াখালী সদরে চড়া দামে ফল, ব্রয়লার মুরগি বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চারটি ফল দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রবা ফটো

নোয়াখালী সদরে চড়া দামে ফল, ব্রয়লার মুরগি বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চারটি ফল দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রবা ফটো

নোয়াখালী সদরে চড়া দামে ফল, ব্রয়লার মুরগি বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চারটি ফল দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অতিরিক্ত দামে ব্রয়লার মুরগি বিক্রি করায় ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (২৪ মার্চ) বিকালে শহরের পৌর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দাম স্বাভাবিক রাখতে ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করে। এ সময় চড়া দামে ফল, খেজুর বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় ইসমাইল ফল বিতানকে ১ হাজার টাকা, রায়হান ফল দোকানকে ২ হাজার, পূর্ণিমা এন্টারপ্রাইজকে ১ হাজার এবং ইনসাফ এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অতিরিক্ত দামে ব্রয়লার মুরগি বিক্রির দায়ে অহনা পোল্ট্রিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

মো. কাউছার মিয়া বলেন, মাহে রমজানকে কেন্দ্র করে চড়া মূল্যে ফল বিক্রি ও মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় এসব জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে বেশি দামে পণ্য বিক্রি না করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শওকত আলী ও সুধারাম মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা