অলঙ্করণ প্রবা
শেরপুরে ভটভটির ধাক্কায় ট্রলিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
রবিবার (২৬ মার্চ) সকালে শেরপুর পৌরশহরের নৌহাটা এলাকার শেরপুর-ঝিনাইগাতী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
ট্রলিচালকের নাম রবিউল ইসলাম। তিনি নৌহাটা এলাকার হাতেম আলীর ছেলে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বসির আহম্মেদ বাদল জানান, সকালে শেরপুর-ঝিনাইগাতী মহাসড়কে শেরপুরগামী পণ্যবোঝাই একটি ভটভটি আরেক ভটভটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিচালক রবিউল ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত একজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.