× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীনতার ইতিহাস জানতে স্মৃতিসৌধে ভারতীয় সাইক্লিস্ট

সাভার (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৩ ১৪:৪৪ পিএম

জাতীয় স্মৃতিসৌধে ভারতীয় সাইক্লিস্ট ও ব্লগার রবি রায়।  প্রবা ফটো

জাতীয় স্মৃতিসৌধে ভারতীয় সাইক্লিস্ট ও ব্লগার রবি রায়। প্রবা ফটো

সাইকেল চালিয়ে ভারত থেকে বাংলাদেশে এসেছেন তরুণ ব্লগার রবি রায়। ২৩ বছর বয়সী এই যুবক একজন ট্রাভেল ব্লগার। সাত বছর ধরে বাস ও ট্রেনসহ নানা পরিবহনে ভ্রমণ করছেন তিনি। তবে ছয়মাস নিয়মিত বাইসেকেলে ট্রাভেল করছেন রবি। ট্রাভেলের ভিডিও নিয়মিত পোস্ট করছেন তার ‘নোমেড বাবা’ ব্লগে। 

গত পাঁচ দিন ধরে রাজস্থান প্রদেশের জয়পুর জেলার শিয়ালদহ গ্রামের রবি বাংলাদেশে অবস্থান করছেন। সাইকেলে ভ্রমণ করছেন বিভিন্ন জায়গা। 

রবিবার (২৬ মার্চ) সকালে রবি সাইক্লিং করে ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। বাঙালির স্বাধীনতা দিবস উদযাপনের দৃশ্য ভারতীয় এই তরুণকে মুগ্ধ করেছে, এমনটাই জানাইলেন তিনি।

রবি রায় বলেন, ‘আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছি সাইকেল ট্যুরের জন্য। সাইক্লিং করে পুরো বাংলাদেশ ঘুরতেই আমি এসেছি। বাংলাদেশ ও এখানকার মানুষ কেমন সেসব জানাই আমার এই সাইকেল ট্যুরের উদ্দেশ্য। আমি জানি ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। সে জন্য ঢাকা থেকে আজ সকালে আমি স্মৃতিসৌধে এসেছি। এখানে কীভাবে সেলিব্রেশন হবে সেটা দেখতেই আসা।’

তিনি বলেন, ‘২৬ মার্চের ইতিহাসটা জানতে এসেছি। এসে দেখলাম এখানে অনেক লোক আসছে। সবাইকে দেখতে অনেক খুশি লাগছে। এখানে প্রোগ্রাম দেখবো। তারপরে ঢাকায় যাব। সেখান থেকে চিটাগাং, কক্সবাজার যাব।’

রবি আরও বলেন, ‘এখানে আসার পর আমার সাইকেলের সামনে ইন্ডিয়ান পতাকা দেখে এখানকার পুলিশ ও লোকজন আমাকে অনেক সাহায্য করছে। কোন জায়গায় যাবো, কীভাবে যাবো সব বলে দিচ্ছেন। 

‘রমজান চলছে এখানে, তারপরও সবাই অনেক হেল্প করছে। তারপরে এখানকার লোকাল খাবার ও কালচার দেখছি, এক্সপেরিয়েন্স করছি। ৭ বছর ধরে ফুল টাইম ট্রাভেলিং করি। এই সাইকেল দিয়েই আমি ট্রাভেল করি ছয় মাস। আমি বাংলাদেশে এক মাস থাকব।’

রাজস্থানের বাসিন্দা তারপরেও বাংলা কীভাবে বলছেন এমন প্রশ্নে রবি বলেন, ‘আমি একজন বাঙালি। আমার ঠাকুরদার বাড়ি কলকাতায়। বাবা চলে গিয়েছিলেন ওখানে। আমার লেখাপড়াও ওখানে। সেখানেই আমার জন্ম হয়েছে। তবে বাংলা বুঝলেও সেভাবে বলতে পারি না।’

বাংলাদেশের ইতিহাস ও ভারতের সাথে সম্পর্কের বিষয়ে রবি জানান, তিনি বিষয়টি নিয়ে একেবারে বিস্তারিত কিছু জানেন না। তবে এতটুকু জানেন, বাংলাদেশ ছিল পাকিস্তানের অংশ। একটা যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয়। সেই যুদ্ধে বাংলাদেশকে সহায়তা করেছিল ভারত। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা