ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রবা ফটো
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার (২৬ মার্চ) দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম (অব.) এমপি।
বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশে ক্যাপ্টেন তাজ বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে সাড়া দেওয়ার কারণেই আপনারা জাতীর শ্রেষ্ঠ সন্তান। মহান স্বাধীনতা যুদ্ধে যারা পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে। এখনও তারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে।
জাতীর পিতার ডাকে যেভাবে সাড়া দিয়েছিলেন, আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাড়া বিশ্বকে দেখিয়ে দিতে হবে। ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়া একমাত্র শেখ হাসিনার দ্বারাই সম্ভব। স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের আবারও শপথ নিতে হবে স্বাধীনতাবিরোধী কোনো অপশক্তি যেন আর বাংলার মাটিতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কি মিত্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভূঁইয়া বকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ করিম সাজু, সাংগঠনিক সম্পাদক কাজী জাদীদ আল রহমান জনি, পৌর মেয়র মো. তফাজ্জল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি এস এম সোহেল রানা প্রমুখ।
আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে তাদের মাঝে লুঙ্গি, শাড়ি ও গেঞ্জিসহ উপহারসামগ্রী প্রদান করা হয়।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.