× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিত্যপণ্যের দাম বাড়েনি, সংকটও নেই : বাণিজ্যমন্ত্রী

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৩ ১৯:২৯ পিএম

আপডেট : ২৬ মার্চ ২০২৩ ২০:৩৩ পিএম

পাঁচ দিনের ভারত ও ভুটান সফর শেষে রবিবার দেশে ফেরেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। প্রবা ফটো

পাঁচ দিনের ভারত ও ভুটান সফর শেষে রবিবার দেশে ফেরেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। প্রবা ফটো

রোজাকে কেন্দ্র করে বাজারে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বাড়েনি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, দেশে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের কোনো সংকট নেই। পর্যাপ্ত মজুদ আছে। তা ছাড়া কোনো পণ্যের দাম নতুন করে বাড়েনি। রোজা এলে অনেক ক্রেতা একসঙ্গে অনেক জিনিপসপত্র কিনে রেখে দেন। এই সুযোগে কিছু অতি মুনাফালোভী ব্যবসায়ী বেশি দামে পণ্য বিক্রি করেন।

রবিবার (২৬ মার্চ) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পাঁচ দিনের ভারত ও ভুটান সফর শেষে এ দিন বেলা ৩টায় এই বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে দেশে ফেরেন বাণিজ্যমন্ত্রী।

সফরের বিষয়ে টিপু মুনশি বলেন, ‘ভুটানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি। যা হলো ‘দ্য অ্যাগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অব ট্রাফিক ইন ট্রানজিট অ্যান্ড প্রটোকল টু দ্য অ্যাগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অব ট্রাফিক ইন ট্রানজিট’। আমরা ভুটান থেকে পাথর ও ফলসহ বিভিন্ন ধরনের পণ্য আমদানি করি। যে কারণে ভারতের করিডোর হয়ে ভুটানের পণ্যবোঝাই গাড়িগুলো সরাসরি আসতে কিছু ঝামেলা হতো।’

এই চুক্তির ফলে ভুটান থেকে আসা পণ্যবাহী গাড়িগুলো ভারতে আর চেক করা হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘এতে উভয় দেশের ব্যবসায়ীদের যে হয়রানি হতে হতো, সেই সমস্যা আর থাকবে না। দুই দেশের ব্যবসা-বাণিজ্যেও বিস্তার ঘটবে। ভুটান ও ভারত আমাদের সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে আগ্রহী।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দরটি চালু করা যায় কি না, এ নিয়েও কার্যক্রম চলমান রয়েছে।’

এ সময় টিপু মুনশির সঙ্গে ছিলেন তার স্ত্রী ইরানা মালাবিকা মুনশি, মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সৈয়দা সামিরা সামসিয়ারা রহমান। দেশে প্রবেশের পর মন্ত্রীকে স্বাগত জানান বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ছায়েদুজ্জামান সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব মুসা, তিস্তা-৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডার একরামুল হক প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা