× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে মুক্তিপণ দিয়ে ফিরল অপহৃত দুই শিশুসহ ৩ জন

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৩ ২০:৩৪ পিএম

আপডেট : ২৬ মার্চ ২০২৩ ২১:১৬ পিএম

 অপহৃত নুরুল মোস্তফার আঘাতের চিহ্ন। প্রবা ফটো

অপহৃত নুরুল মোস্তফার আঘাতের চিহ্ন। প্রবা ফটো

কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার দুই শিশুসহ তিনজন ৩ লাখ ১০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরে এসেছে। রবিবার (২৬ মার্চ) বিকালে মুক্তিপণ নিয়ে দমদমিয়া ন্যাচারাল পার্ক এলাকায় তাদের ছেড়ে দেওয়া হয়।

টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছির উদ্দিন মজুমদার প্রতিদিনের বাংলাদেশকে জানান, মুক্তি পাওয়া তিনজন হলো- টেকনাফের দমদমিয়ার বাসিন্দা কবির আহমেদের ছেলে রিদুওয়ান সবুজ, একই এলাকার মৌলানা আবুল কালামের ছেলে নুরুল মোস্তফা এবং দমদমিয়া ন্যাচারাল পার্ক এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে রহমত উল্লাহ।

তাদের মধ্যে রহমত উল্লাহকে বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যায় অপহরণ করা হয়। শনিবার (২৫ মার্চ) বিকালে সবজু ও মোস্তফাকে অপহরণ করা হয়।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী জানান, শনিবার বিকালে দমদমিয়ার ন্যাচারাল পার্ক এলাকায় ঘুরতে যায় দুই বন্ধু নুরুল মোস্তফা ও রিদুওয়ান সবুজ। এসময় মুখোশ পরা একদল অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত তাদেরকে অস্ত্রের মুখে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায়। 

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় অপহৃত মোহাম্মদ ছৈয়দকে তিন লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হলেও একই দিন ওই এলাকা থেকে রহমত উল্লাহকে অপহরণ করা হয়েছিল। তারা তিনজন রবিবার ঘরে ফেরেন বলে তাদের স্বজনরা জানান। স্বজনরা বলছেন, তিন লাখ ১০ হাজার টাকার মুক্তিপণের বিনিময়ে তারা ফিরেছেন। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ পরিদর্শক নাছির উদ্দিন মজুমদার বলেন, ‘হ্নীলার দমদমিয়ার ন্যাচারাল পার্ক এলাকা থেকে অপহরণের খবর স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে জানতে পারি। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের কাছ থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

এ নিয়ে ছয় মাসে টেকনাফের পাহাড়কেন্দ্রিক ৫৫ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা