× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীনতা দিবস পালন না করায় আমতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সম্পাদককে শোকজ

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ১৯:৩৩ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৩ ২০:৫৩ পিএম

আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ। প্রবা ফটো

আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ। প্রবা ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস, জাতীয় শিশু দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস পালন না করায় বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বরগুনা জেলা ছাত্রলীগ।  রবিবার (২৬ মার্চ) রাতে এ নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে জেলা ছাত্রলীগের কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে জবাব দিতে হবে।

জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল কবির রেজা বলেন, ‘সাংগঠনিক নির্দেশনা থাকলেও আমতলী উপজেলা ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে কোনো কর্মসূচি পালন করেনি। এ ছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তাদের কোনো ধরনের কর্মসূচি ছিল না।’

তিনি বলেন, ‘তাদের কার্যক্রম দীর্ঘদিন পর্যবেক্ষণ করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২৮ মার্চের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবুল ইসলাম মাহবুব কারণ দর্শানোর নোটিশ সম্পর্কে কিছুই জানেন না দাবি করে বলেন, ‘সাংগঠনিকভাবে আমরা দুটি দিবস পালন করেছি। এরমধ্যে রমজানের কারণে ২৬ মার্চের প্রোগ্রাম কিছুটা সীমিত পরিসরে করেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা