× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোমরে পিস্তল গোঁজা সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ২০:৩৯ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৩ ২২:৩১ পিএম

কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি শেয়ার করেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব ওরফে সুদেব বিশ্বাস। সংগৃহীত ফটো

কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি শেয়ার করেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব ওরফে সুদেব বিশ্বাস। সংগৃহীত ফটো

কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি দেওয়া ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব ওরফে সুদেব বিশ্বাসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সোমবার (২৭ মার্চ) মামলাটি করেন বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ বাবুল হোসেন। এর আগে রবিবার বিকালে তাকে আটক করে পুলিশ।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ’কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি দিয়ে ভীতি প্রদর্শন, সাইবার সন্ত্রাসী কার্যক্রমসহ জনমনে অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে শুভ্রদেবের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা হওয়ার পরই তাকে আদালতে পাঠানো হয়েছে। শুভ্রদেবকে আটকের পর অভিযান চালিয়ে পিস্তলটিও জব্দ করা হয়েছে।’

এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)(ক)/২৭(১)(ঘ)/৩১ ধারায় মামলাটি হয়েছে।

শনিবার (২৫ মার্চ) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোমরে পিস্তল গোঁজা একটি ছবি শেয়ার করেন শুভ্রদেব। ক্যাপশনে লেখেন, ‘দিবেন যা, পাবেন তা, ভাবনা চিন্তা কল্পনাহীন’। এরপরই এ নিয়ে শুরু হয় সমালোচনা। পরে ছবিটি সরিয়ে নেন তিনি।

এদিকে পিস্তলটি আসল নয় বলে দাবি করেছেন শুভ্রদেবের মা মাধবী বিশ্বাস। তিনি বলেন, ‘আমার নাতির জন্য কাটাগাড় মেলা থেকে খেলনা পিস্তল কিনেছিল শুভ্রদেব। সেটির ছবি হয়তো সে ফেসবুকে দিয়েছে। না বুঝে এটি করেছে। ভুল তো মানুষই করে।’

দলের নেতার এমন কাণ্ডের বিষয়ে জানতে চাইলে বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল বলেন, ’বিষয়টি দুঃখজনক। শুনেছি সে মেলা থেকে একটি খেলনা পিস্তল কিনে কোমরে গুঁজে ছবি দিয়েছে। এ রকম ছবি ফেসবুকে দেওয়া ঠিক হয়নি। আলোচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।‘

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী বলেন, ’সে (শুভ্রদেব) মেলা থেকে খেলনা পিস্তল কিনে শখের বসে ছবি আপলোড করেছিল। সে না বুঝে এটি করেছে। একটি বিরোধী চক্র এ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তারপরও বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা