× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংবাদ প্রকাশের জেরে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি

শাহজাদপুর উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে সাংবাদিকের জিডি

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩ ১৯:৩৬ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৩ ১৯:৪৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দৈনিক যুগান্তর পত্রিকার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মুমীদুজ্জামান জাহানকে হাড্ডি ও হাত-পা ভেঙে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী ওরফে মামুনুর রশিদ লিয়াকতের বিরুদ্ধে। 

শনিবার (২৫ মার্চ ) ওই সাংবাদিকের বাড়িতে গিয়ে হুমকির পর নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে রবিবার শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন জাহান। জিডির তদন্ত করছেন শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) মনজুর। 

১১ মার্চ প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় ‘সরকারি জায়গায় ও রাষ্ট্রের অর্থে ইউএনওর মার্কেট’ ও ১৬ মার্চ বৃহস্পতিবার দৈনিক যুগান্তরের ‘শাহজাদপুর উপজেলা : কোটি টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা ইউএনওর’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। তার জের ধরেই ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী ওই সাংবাদিককে এমন হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করা হয়। 

শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাংবাদিক জাহানের বাবা আনোয়ার হোসেন জানান, ঘটনার সময় লিয়াকত আলী বাড়ির সামনের সড়কে এসে ডাকাডাকি শুরু করেন। তার ডাকে সাড়া দিয়ে তিনি তালাবদ্ধ কেচিগেট খুলে সামনের পাকা সড়কে যান। তখন ক্ষুব্ধ হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন লিয়াকত। আনোয়ার হোসেন বলেন, ‘সে সময় লিয়াকত বলেন, আপনের ছেলে জাহান কত বড় সাংবাদিক হয়েছে তা আমি দেখে নেব। তার এত বড় সাহস সে আমার বিরুদ্ধে সোয়া কোটি টাকা লুটের নিউজ করে। আমি কোথায় কার কাছ থেকে সোয়া কোটি টাকা লুট করেছি তার প্রমাণ দিতে হবে। প্রমাণ দিতে না পারলে ওকে দোতলায় নিয়ে ওর চামড়া ছাড়িয়ে ফেলব। হাড়হাড্ডি ও হাত-পা ভেঙে গুঁড়া করে দেব। আমাকে তো চেনে না, চেনায়ে দেব। যাতে আর জীবনে কারও বিরুদ্ধে নিউজ করতে না পারে। আপনে এর বিচার করবেন। বিচার না করলে অসুবিধা আছে। আমি ওকে কী করি তখন দেখবেন। এই বলে হুমকি দিয়ে চলে যায়।’

দৈনিক যুগান্তরের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মুমীদুজ্জামান জাহান বলেন, ‘শাহজাদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী আমার বাবাকে বাড়ির সামনের রাস্তায় ডেকে নিয়ে আমাকে মারার হুমকি দিয়ে গেছে। এ ছাড়া তিনি মোবাইলেও আমাকে হুমকি দিয়েছেন।’ ভাইস চেয়ারম্যান লিয়াকত তার নামে মামলা করেছেন বলে জানান জাহান। তাই নিজেকে অনিরাপদ মনে করায় থানায় জিডি করেছেন তিনি। 

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা বলেন, ‘জিডির কপি হাতে পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘জাহান আমার নামে মিথ্যা নিউজ করেছেন। আবার আমার নামে জিডিও করেছেন। জিডির তদন্ত হচ্ছে। তারপর যা ব্যবস্থা নেওয়ার থানা পুলিশ নেবে।’

তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা নিউজ প্রকাশ করায় আমিও জাহানের নামে মামলা করেছি। পুলিশ সে অনুযায়ী ব্যবস্থা নেবেন।’ 

সাংবাদিক জাহানকে হুমকির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শাহজাদপুর প্রেস ক্লাবের নেতা ও আওয়ামী লীগ নেতারা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা