× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজিবি টহল দলের ওপর হামলা, গুলিতে নিহত চোরাকারবারি

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩ ১২:২৯ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৩ ১২:৩৭ পিএম

বিজিবি টহলদলের ওপর হামলার পর ঘটনাস্থলে স্থানীয়রা

বিজিবি টহলদলের ওপর হামলার পর ঘটনাস্থলে স্থানীয়রা

নেত্রকোণার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার লক্ষ্মীপুরে চোরাকারবারিদের হামলার শিকার হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এতে এক বিজিবি সদস্য আহত হন।

পরে বিজিবির গুলিতে আমিনুল ইসলাম নামে ২৮ বছর বয়সি একজন ও জায়দুল ইসলাম নামে আরেকজন চোরাকারবারি গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে আমিনুলকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আহত বিজিবি সদস্য হলেন হাবিলদার মিনহাজ উদ্দিন।

নেত্রকোণা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি এক বিজ্ঞপ্তিতে জানান, দুর্গাপুরের বারমারী সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সুপারি পাচার করে তার বিনিময়ে মাদক আসার খবর পায় বিজিবি। এরপর বারমারী বিওপি থেকে হাবিলদার মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি টহলদল বিশেষ অভিযানে যায়।

লক্ষ্মীপুর এলাকায় রাত সাড়ে ৮টার দিকে সংঘবদ্ধ একটি চোরাকারবারি দল বাংলাদেশ থেকে সুপারি মাথায় করে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে যাচ্ছিল। বিজিবির টহলদল চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা অতর্কিত দেশি অস্ত্র, দা, লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে। একপর্যায়ে টহল কমান্ডার হাবিলদার মিনহাজ উদ্দিনকে চোরাকারবারিদের একজন দা দিয়ে কয়েকটি কোপ দেন। গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় মিনহাজ উদ্দিন আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি করেন। এতে চোরাকারবারি আমিনুল ইসলাম ও জায়দুল ইসলাম গুলিবিদ্ধ হন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

পরে তাদের চিকিৎসার জন্য দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আমিনুলকে মৃত ঘোষণা করা হয়।

আহত বিজিবি সদস্যকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা