× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিছিল থেকে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক চাঁদসহ সাতজন গ্রেপ্তার

রাজশাহী প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩ ১৬:৩৭ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৩ ১৭:৪১ পিএম

গ্রেপ্তার রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ অন্য দুই নেতা। প্রবা ফটো

গ্রেপ্তার রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ অন্য দুই নেতা। প্রবা ফটো

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ মোহাম্মদ চাঁদসহ সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে বিএনপির পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নিতে মিছিল নিয়ে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নেতাকর্মীর মধ্যে রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ মোহাম্মদ চাঁদ, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর হোসেন, চারঘাট লক্ষ্মীপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মৃধা, শলুয়া ডিগ্রি কলেজের শিক্ষক এমদাদুল হক, যুবদলের নেতা বাঘা উপজেলার হরিরামপুর এলাকার স্বপন, একই উপজেলার রামরামা গ্রামের মনির মন্ডল এবং গোদাগাড়ী উপজেলার ছাত্রদলের সদস্য আমিনুল ইসলাম।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও চাঁদের সহকারী শামীম সরকার।

তিনি বলেন, রাজশাহী জেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর সাগরপাড়া থেকে বাটার মোড়ের দিকে যাচ্ছিলেন। মিছিলটি গণকপাড়ায় এসে বাটার মোড়ের দিকে ঘুরছিল, এ সময় পুলিশ অতর্কিত মিছিলে অংশগ্রহণকারীদের ওপর লাঠিচার্জ শুরু করে। এ সময় মিছিলের সামনে থাকা জেলা বিএনপির আহ্বায়ক চাঁদসহ সাতজনকে পুলিশ ধরে নিয়ে যায়। পুলিশের লাঠিপেটায় বিএনপির একাধিক নেতাকর্মী আহত হন। তবে কেউ হাসপাতালে ভর্তি হননি।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী বলেন, ‘জনবিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রাস্তা থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

বোয়ালিয়া থানার ডিসি আরেফিন জুয়েল বলেন, ‘বিএনপির অবস্থান কর্মসূচির অনুমোদন ছিল। তবে তারা রাস্তায় বিক্ষোভ করে জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা করে। জনদুর্ভোগ এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আবু সাঈদ চাঁদসহ বিএনপির কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা